শাহরাস্তি: চুরির মামলার সালিশ বাবদ নেয়া ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টুর নামে মামলা হয়েছে। মঙ্গলবার মো. মুসলিম মিয়া বাদী হয়ে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে বিবাদীকে আগামী ২৯ অক্টোবর আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী মো. মুসলিম মিয়ার অভিযোগ, একটি মামলার মীমাংসা করতে স্থানীয় সালিশে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানার ২ লাখ টাকা কামরুজ্জামানের কাছে জমা দেয়া হয়। কিন্তু তিনি সেই টাকা আত্মসাৎ করায় বাদীর ছেলে সুমনকে পুনরায় জেলহাজতে পাঠানো হয়েছে। বাদীর আইনজীবী হেলাল উদ্দিন জানান, বিবাদী তার মক্কেলের কাছ থেকে যে টাকা নিয়েছেন তার লিখিত ডকুমেন্ট রয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে সমন জারি করেছে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।