স্টাফ রিপোর্টার:
শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলার ৬টি ইউনিয়নের ৫৫টি কেন্দ্রের মধ্যে দুইটি বাদে বাকী কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুধু মাত্র চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থীর সমর্থক ও শাহরাস্তি উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামীলীগ বিএনপি সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এসময় দুই পক্ষের আহত হয়েছে অন্তত ২০জন। আহতরা প্রাথমিক ভাবে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মতলব উত্তরে ৮রাউন্ড ও শাহরাস্তিতে ৭ রাউন্ড সহ মোট ১৫ রাউন্ড সর্টগানের গুলি ছুড়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় ও ১২টার দিকে এ দুটি ঘটনা ঘটে।
চাঁদপুরের শাহরাস্তির ৪ ও মতলব উত্তর উপজেলার ২টি ইউনিয়নে ভোটগ্রহণ শান্তিপুর্ণ ভাবে শুরু হয় সকাল থেকে। দুপুরের দিকে দুইটি কেন্দ্রের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কোনো বড় ধরণের ঘটনা ঘটেনি। অবশ্য অন্যান্য কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। ছয় ইউনিয়নের মধ্যে মতলব উত্তরের ২ ইউনিয়নে ইতোমধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। অবশ্য শাহরাস্তির ৪ইউনিয়নে মোট ১৮জন চেয়াম্যানসহ প্রায় শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। দুই ৬ ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রায় ২শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, চাঁদপুরের প্রতিটি নির্বাচনই সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেসব কেন্দ্র পরে অধিকগুরুত্ব দিয়ে নজরদারি রাখা হয়।