হাসানুজ্জামান : চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম ভূঁইয়াকে প্রত্যাহার করে চাঁদপুর পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে মতলব উত্তর থানায় যোগদানের আদেশাধীন মোজাম্মেল হক মামুনকে শাহরাস্তি মডেল থানায় বদলি করা হয়েছে। গত শনিবার বিকেলে জেলা পুলিশের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশের চিঠি পাঠানো হয়েছে। প্রসঙ্গত এ বছরের ২৩ মে মোঃ রেজাউল করিম ভূঁইয়া শাহরাস্তি মডেল থানায় যোগদান করেন।
অপর দিকে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আবদুল মজিদকে বদলি করে রেলওয়ে ঢাকা রেঞ্জে পাঠানো হয়েছে। গত ১৯ ডিসেম্বর এ সংক্রান্ত আদেশের ফলে গত শনিবার সকালে তিনি দায়িত্ব হস্তান্তর করেন। প্রসঙ্গত এ বছরের ২ জুন মোঃ আবদুল মজিদ শাহরাস্তি মডেল থানায় যোগদান করেন।
শিরোনাম:
সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।