মোঃ জামাল হোসেন ঃ
সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে শাহ্রাস্তি মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে ব্লক রেইড (অভিযান) পরিচালনা করে। গত ২৩ জুলাই রোববার রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পৌর শহরের মেহের ষ্টেশন, রায়শ্রী উত্তর ইউপি’র ঊনকিলা সহ বিভিন্ন এলাকায় বহিরাগত ভাড়াটিয়াদের বাসা-বাড়িতে তল্লাশি চালানো হয়। দেশের বিভিন্ন জেলার ক্ষুদ্র ব্যবসায়িরা দীর্ঘদিন যাবত এ উপজেলায় তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন। যারা উপজেলার বিভিন্ন স্থানে বাড়ি ও ম্যাচে ভাড়ায় রয়েছেন। অভিযানে ওই সকল ভাড়াটিয়াদের যাবতীয় তথ্যাদি, পরিচয়পত্র সহ বিবিধ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বাড়ি ও ম্যাচের মালিকদের ভাড়াটিয়াদের সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে আইনশৃংখলা বাহিনীকে জানানোর নির্দেশ দেয়া হয়। কোথাও কোন অপ্রীতিকর কিংবা সন্দেহভাজন ব্যক্তিদের সন্ধান পেলে তাৎক্ষনিক তা আইনশৃংখলা বাহিনীকে অবগত করার নির্দেশ দেয়া হয়। বিশেষ করে কোথাও যেন কোন সন্ত্রাসী কার্যক্রম কিংবা জঙ্গি আস্তানা গড়ে না উঠে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলা হয়।
অভিযান চলাকালীন রাত ৯টায় রায়শ্রী উত্তর ইউপির ঊনকিলা বাজার হতে ওই এলাকার মিয়া বাড়ির মৃত অহিদুল্লাহ চৌধুরী পুত্র মোঃ শরীফ উল্যাহ চৌধুরীকে আটক করা হয়। তার বিরুদ্ধে ননজিআর ৩৫/১৩ মামলায় ওয়ারেন্ট রয়েছে।
অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নূর হোসেন মামুন, উপ-পরিদর্শক (এস.আই) মোঃ মিজানুর রহমান, সমীর মজুমদার, মোঃ কামাল হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, কুতুব উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রাকিবুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন, দুলাল হোসেন, শামছুল আলম, মোর্শেদ আলম, মোঃ রিপন চৌধুরী, ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স।
অভিযান চলাকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে পুরো জেলায় এ অভিযান চলছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে। তাছাড়া বিভিন্œ অঞ্চলে বহিরাগতদের অবস্থান সম্পর্কে আমরা সার্বিক তথ্যাদি সংগ্রহ করছি। এ অভিযানের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই শাহরাস্তি উপজেলা অপরাধিদের জন্য নিরাপদ স্থান নয়। আমরা সার্বক্ষনিক জনগনের নিরাপত্তায় কাজ করে যাচ্ছি।
শিরোনাম:
শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২১ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।