প্রতিনিধি
শাহরাস্তি পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার আজ শেষ দিন। সম্ভাব্য মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র আজ জমা দেবেন। এবারের নির্বাচনে মেয়র পদ দলীয় প্রতীকে হওয়ায় ইতোমধ্যে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মোস্তফা কামাল ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী আঃ লতিফ। গতকাল মঙ্গলবার বিকেলে মোঃ মোস্তফা কামাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজীর কাছ থেকে এ পত্র গ্রহণ করেন। ১৮ জানুয়ারি রাতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থী হিসেবে মোঃ মোস্তফা কামালকে মনোনীত করে এ পত্রে স্বাক্ষর করেন।
এ দিকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে হাজী আঃ লতিফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টুর কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। গতকাল মঙ্গলবার বিকেলে হাজী আঃ লতিফের বাসায় পত্র হস্তান্তর করতে গিয়ে কামরুজ্জামান মিন্টু জানান, জননেত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী দিয়েছেন। সকল ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীর পক্ষে সকলকে এক হয়ে কাজ করতে হবে। এর আগে গতকাল ১৯ জানুয়ারি সকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের মনোনীত প্রার্থী হিসেবে হাজী আঃ লতিফকে মনোনীত করে পত্রে স্বাক্ষর করেন।
এ দিকে মেয়র পদে আওয়ামী লীগ থেকে ৫জন ও বিএনপি থেকে ৩জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে জানা যাবে মেয়র পদে কজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দল মনোনীত প্রার্থীর বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা সেটি আজই পরিষ্কার হয়ে যাবে।
গতকাল ১৯ জানুয়ারি ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সংরক্ষিত ওয়ার্ডে ২ জন ও সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫ জন।