প্রতিনিধি
শাহরাস্তি পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছকিনা আক্তারের উপর হামলা করা হয়েছে। বর্তমানে তিনি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, শাহরাস্তি পৌরসভার উদ্যোগে শ্রীপুর-ঠাকুর বাজার সড়কের মাটির কাজের জন্য কাউন্সিলর ছকিনা আক্তারের তত্ত্বাবধানে সংস্কার কাজ চলে। গতকাল সকাল ১১টায় স্থানীয় রুবেল মিয়া (২৫), পিতা-শহীদ উল্লাহ, শহীদ উল্লাহ (৫০), পিতা-মৃত তৈয়ব আলী, আবু তাহের (৫০), পিতা-মৃত রমজান আলী ও মায়া আক্তার (২৫), পিতা-শহীদ উল্লাহ এ কাজে বাধা প্রদান করেন। এক পর্যায়ে তারা ছকিনা আক্তারের উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
এ ব্যাপারে উল্লেখিত ব্যক্তিদের নামে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানা পুলিশ আবু তাহের ও মায়া আক্তারকে আটক করে।