শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তি পৌর আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ আগস্ট বিকাল ৪ টায় উপজেলার ঠাকুরবাজারস্থ নূরু মোল্লা ট্রেডার্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক নূর মোহাম্মদ মোল্লার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কাউন্সিলর মুকবুল আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিথি ছিলেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির শাহরাস্তি জোনাল অফিসের ডিজিএম মোঃ ফখর উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের উন্নয়ন কমিটির আহবায়ক মোঃ মোশারফ হোসেন মুশু, ভোলানাথ চক্রবর্তী, আব্দুল হালিম, কাউন্সিলর সাহাব উদ্দিন, মোঃ আবুল কালাম মোল্লা, নাজির হোসেন, সেলিম মিয়া, সাবেক কমিশনার মোঃ আলী মানিক, মোঃ নজরুল ইসলাম, আনোয়ার হোসেন নূর প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে স্বার্থে বিদ্যুৎ, স্কুল, কলেজ-মাদ্রাসা উন্নয়ন, ব্রীজ-কালভার্ট নির্মাণ সহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের নেতৃত্বে শাহরাস্তি পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে বিদ্যুতায়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২১ বাস্তবায়ন করতে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান জানান।