শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তি পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৪ টায় ওয়ার্ড আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে বাদিয়া এম.হক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ড আওয়ামী লীগউন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক মোঃ নূর উদ্দিন মিরন বিএসসির সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাহার উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক ও পৌর মেয়র প্রার্থী হাজী আঃ লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদিয়া এম.হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী মাহবুবুল হক, পৌর আওয়ামী লীগ উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান বেপারী, বাদিয়া এম.হক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাহবুব আলম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল হুদা পাটওয়ারী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ কামাল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস ছালাম, মোহাম্মদ আলী, মোঃ হুমায়ুন কবির, সদস্য মোঃ সিরাজুল ইসলাম, মোঃ দুলাল হোসেন, মোঃ ইমাম হোসেন, মোঃ হারেছ মিয়া, মোঃ তকদির হোসেন শুভ, মোঃ শাহআলম, মোঃ মোতালেব হোসেন, মোঃ বাদশা মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ জসিম উদ্দিন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার, উন্নয়নের সরকার। এ সরকার দেশের বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে। যেমন – শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন, বিদ্যুৎ, ব্রীজ, কালভার্ট, রাস্তা সহ অনেক উন্নয়ন করেছে। তারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দিনে এ সরকারের আরও উন্নয়নের লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি আমি অত্র পৌরসভার মেয়র প্রার্থী। দল যদি আমাকে নমীনিশন দেন, তাহলে আমি এ পৌরসভায় মেয়র প্রার্র্থী হিসেবে আপনাদের সকলের খেদমত করার সুযোগ পাবো। তাই আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।