আগামী ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য শাহরাস্তি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাজী আবদুল লতিফের নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ৭নং ওয়ার্ডস্থ ঘোষ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ইঞ্জিঃ শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, দফতর সম্পাদক সফিউল আযম স্বপন, রায়শ্রী উত্তর ইউনিয়ন সভাপতি মোঃ মোশারফ হোসেন, আওয়ামীলীগ নেতা খিজির হায়দার, শ্রমিক নেতা মোঃ তাজুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ মাসুদ আলম পাটোয়ারী, সংরক্ষিত কাউন্সিলর রাবেয়া বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক। নৌকার বিজয়ের পথ ধরেই বাংলাদেশের বিজয় হয়েছে, আবার নৌকার বিজয়ের পথ ধরে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। গত ৫ বছরে শাহরাস্তি পৌরসভায় যে উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা ধরে রাখতে আগামী ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান বক্তারা।
সংবাদদাতা শাহরাস্তি/চাঁদপুরনিউজ/এমএমএ/