শাহরাস্তি (চাঁদপুর): পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি (রোববার) শাহরাস্তি উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। কিন্তু ভোটগ্রহণ পৌরসভার হলেও নির্বাচনী আমেজ পুরো উপজেলা জুড়েই। আর তাই শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় সরগরম গোটা নির্বাচনী এলাকা। নানা প্রতিশ্রুতি পূরণের আশ্বাস নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরাও।
এদিকে পৌরসভায় বিদ্রোহী প্রার্থী থাকায় বিপাকে পড়েছে বিএনপি। অন্যদিকে একক প্রার্থীর সুবিধা নিয়ে নির্বাচনে জয়ী হতে চায় ক্ষমতাসীন আওয়ামীলীগ। সম্প্রতি পৌরসভার বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে ও স্থানীয়দের সঙ্গে আলাপ-আলোচনা করে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, শাহরাস্তি পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের উন্নয়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক, পৌর আওয়ামীলীগের আহবায়ক বর্তমান মেয়র হাজী আঃ লতিফ। বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী। দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল।
বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বলছেন,দলের বিদ্রোহী প্রার্থী নির্বাচনের মাঠে সক্রিয় থাকায় বিপাকে পড়েছেন দলীয় প্রার্থী। তাদের অভিমত, বিদ্রোহী প্রার্থী না থাকলে বিএনপির জয়টা সহজ হয়ে যেত। বিদ্রোহী প্রার্থীর কারণেই এখন বিএনপির ভোট দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে। এ সুবিধা কাজে লাগাতে পারেন আওয়ামীলীগের একক প্রার্থী।
আওয়ামীলীগের নেতাকর্মীরা বলছেন, সকল ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীর প্রচারণায় অংশ নিচ্ছেন তারা। তারা বলেন, প্রার্থী দেখে নয়, আওয়ামীলীগের দলীয় আদর্শ ও উন্নয়ন কর্মকান্ড দেখে জনগন নৌকা প্রতীকে ভোট দিবে। আমরা মনে করি অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে আমরাই জয়ী হব।’
বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র মোস্তফা কামাল বলেন, ‘আমি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের প্রত্যাশা করি।’
বিএনপি মনোনীত প্রার্থী মোঃ ফারুক হোসেন মিয়াজী বলেন, ‘নির্বাচনী মাঠে ভোটাররা বিদ্রোহী প্রার্থীর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দলের নিবেদিতপ্রাণ নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীককেই বিজয়ী করবে।’
প্রসঙ্গত, শাহরাস্তি পৌরসভায় ৩০ হাজার ৮শ ৭৭ জন ভোটার রয়েছে। তার মধ্যে ১৫ হাজার ২শ ৩৭ জন পুরুষ ও ১৫ হাজার ৬শ ৪০ জন নারী ভোটার রয়েছে। ১২ টি ওয়ার্ডে ১৩ টি কেন্দ্রে ভোটগ্রহন হবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/