প্রেস বিজ্ঞপ্তি :
শাহরাস্তি প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ নোমান হোসেন আখন্দকে বহিষ্কার ও উপজেলায় কর্মরত এক সংবাদকর্মী মোঃ শাহজালাল খোকনকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। গত সোমবার প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির ও সম্পাদক মোঃ মঈনুল ইসলাম কাজল স্বাক্ষরিত এক নোটিশে এ আদেশ দেওয়া হয়।
নোটিশ সূত্রে জানা যায়, প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ নোমান হোসেন আখন্দ শাহরাস্তি প্রেসক্লাবের একাধিক জেষ্ঠ্য ও কনিষ্ঠ সদস্যের সাথে অসৌজন্যমূলক, সম্মানহানিকর আচরণ, প্রেসক্লাবের উন্নয়নমূলক কাজে অসহযোগিতা, প্রেসক্লাব কর্তৃক কারণ দর্শানো নোটিশ ছুঁড়ে ফেলা সহ সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি একাধিক কাজে জড়িত থাকার অপরাধে গত ৪ এপ্রিল ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটির প্রাপ্ত সুপারিশ ও যুক্তিযুক্ত মতামতের ভিত্তিতে প্রেসক্লাবের মান সম্মান রক্ষার্থে নোমান হোসেন আখন্দকে প্রেসক্লাবের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।
এছাড়া অন্য এক নোটিশে শাহরাস্তি উপজেলায় কর্মরত সাংবাদিক মোঃ শাহজালাল খোকনকে বিভিন্ন অনৈতিক কাজে জড়িত, প্রেসক্লাবের সদস্য না হয়েও ইতোমধ্যে প্রেসক্লাবের সদস্যদের মাঝে বিশৃংখলা সৃষ্টির ইন্ধন দেওয়া, নির্বাচিত প্রেসক্লাবের বর্তমান কমিটিকে হয়রানি করার হীন উদ্দেশ্যে শাহরাস্তি উপজেলা প্রেসক্লাব নামে অন্য একটি সংগঠন করে বিতর্কের সৃষ্টি করার অভিযোগে এ উপজেলায় তাকে অবাঞ্চিত ঘোষনা ও প্রেসক্লাব কার্যালয়ে প্রবেশের নিষেধাজ্ঞা দেয়া হয়।
প্রসঙ্গত, প্রচার সম্পাদক মোঃ নোমান হোসেন আখন্দ নোটিশটি গ্রহন না করায় এবং শাহজালাল খোকনকে এলাকায় না পাওয়া পত্রিকান্তরে বিষয়টি অবগত করানো হলো।