শাহরাস্তি প্রতিনিধি ঃ
সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদক প্রতিরোধে শাহ্রাস্তি মডেল থানা পুলিশ ব্লক রেইড (অভিযান) পরিচালনা করে। শনিবার রাতে উপজেলার চিতোষী পূর্ব ও পশ্চিম ইউপির বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালিত হয়। চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার পিপিএম’র নির্দেশে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চিতোষী পশ্চিম ইউপির মোল্লার দর্জ্জা, উঘারিয়া ও চিতোষী পূর্ব ইউপির চিতোষী বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি করা হয়। ওই সময় দোকানে অবস্থানরত স্থানীয়দের বেশি রাত করে দোকানে অবস্থান না করা এবং দোকানীদের স্কুল-কলেজ চলাকালীন টেলিভিশন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। দোকানে স্কুল-কলেজের শিক্ষার্থীরা পাঠ চলাকালীন, এমনকি রাতে যেন আড্ডা দিতে না পারে সেদিকে দোকানীকে খেয়াল রাখার জন্য বলা হয়। রাত ১০টার অধিক গ্রামাঞ্চলের দোকানগুলো যেন খোলা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দোকানে কোন সন্দেহভাজন লোকের উপস্থিতি কিংবা সন্ত্রাসী-জঙ্গিবাদ-মাদকের সাথে সম্পৃক্ত কারো আনাগোনা পরিলক্ষিত হলে তাৎক্ষনিক আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার নির্দেশনা দেয়া হয়। অভিযান চলাকালে উঘারিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এক দোকানীর টেলিভিশন জব্দ করা হয়। এছাড়া স্কুল-কলেজ চলাকালীন সময়ে কোন দোকানে যেন টেলিভিশন না চলে সে বিষয়ে উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে নজরদারীর নির্দেশ দেয়া হয়।
ওই সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে। তাছাড়া বিভিন্œ অঞ্চলে বহিরাগতদের অবস্থান সম্পর্কে আমরা সার্বিক তথ্যাদি সংগ্রহ করছি। এ অভিযানের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই শাহরাস্তি উপজেলা অপরাধিদের জন্য নিরাপদ স্থান নয়। আমরা সার্বক্ষনিক জনগনের নিরাপত্তায় কাজ করে যাচ্ছি।
অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নূর হোসেন মামুন, উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মোশারফ হোসেন, উপ-পরিদর্শক (এস.আই) মোঃ মিজানুর রহমান, সমীর মজুমদার, রহমত আলী, মোঃ কামাল হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, কুতুব উদ্দিন লিয়ন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রাকিবুল ইসলাম, দুলাল হোসেন, মোঃ রিপন চৌধুরী, মোঃ আলাউদ্দিন, ফারুক হোসেন, ফয়েজ আহমেদ সঙ্গীয় ফোর্স।