চাঁদপুরের শাহরাস্তিতে রাগৈ নামক স্থান থেকে অজ্ঞাতনামা যুবক (৩০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টায় রাগৈ এলাকার রাস্তার পাশ থেকে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাগৈ এলাকার গ্রাম পুলিশ আনোয়ারা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে গ্রামের মানুষ রাস্তার পাশে যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে শাহরাস্তি থানায় সংবাদ দেয়। ওই যুবকের গায়ে সাদা শার্ট, পরনে জিন্সের পেন্ট ও কালো সেন্ডেল পড়া ছিলো। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা জানাযাবে। এই ঘটনায় থানায় মামলা হবে।