প্রতিনিধি
শাহ্রাস্তিতে বেওয়ারিশ কুকুরের কামড়ে ৪টি ছাগল গুরুতর আহত ও ১টি ছাগলের মৃত্যু হয়েছে। গত ১০ দিনে উপজেলার সূচীপাড়া এলাকায় বেওয়ারিশ কয়েকটি কুকুর ৫টি ছাগলসহ অনেক হাঁস-মুরগিকে কামড়িয়েছে।
এলাকা সূত্র ও সূচীপাড়া ডিগ্রি কলেজের ৪র্থ শ্রেণীর কর্মচারী সেকান্দর মিয়া জানান, গত ৫ জানুয়ারি সোমবার বিকেলে সূচীপাড়া কাজী বাড়ির মোঃ শহিদুর রহমানের ১টি ছাগলকে ৪টি বেওয়ারিশ কুকুর কামড়িয়ে মেরে ফেলে এবং পরবর্তীতে ছাগলটির অর্ধেক পরিমাণ মাংস কুকুরগুলো খেয়ে ফেলে। সেকান্দর মিয়ার ২টি ছাগলকে একই কায়দায় কুকুরগুলো ৭ দিন পূর্বে কামড়িয়েছে। ২টি ছাগলের মধ্যে একটি গর্ভবতী। ছাগলগুলোকে কামড়ানোর ঘটনায় তিনি দিশেহারা। এদিকে ১০ দিন আগে সূচীপাড়া গ্রামের চন্দন মিয়ার ২টি ছাগলকে কামড়িয়েছে স্থানীয়রা জানান। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান পাটওয়ারী জানান, আগামীতে এ ব্যাপারটি নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা সভায় উত্থাপন করা হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ জানান, কোনো প্রাণি হত্যা করার কোনো বিধান নেই। প্রাণিগুলোকে টিকা দেয়া যেতে পারে। যদি কোনো প্রাণি আক্রান্ত হয়, তাহলে এন্টি রেভিস ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করা যেতে পারে।