মোঃ জামাল হোসেন ঃ
চাঁদপুরের শাহ্রাস্তিতে এক ভন্ড কবিরাজের নির্মম নির্যাতনে সুমাইয়া আক্তার (০৩) নামে নিজ কন্যা সন্তান খুন হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের তারাপুর কামার বাড়ি প্রকাশ সিরাজ মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই বাড়ির কাঠমিস্ত্রি এমরান হোসেনের স্ত্রী আমেনা বেগম (৩৫) বিগত ৬-৭ দিন পূর্বে নিজেকে জ¦ীনে ধরেছে বলে বাড়ি ও আশপাশের লোকদের অবহিত করছে। বিষয়টি স্বল্প সময়ে পুরো গ্রামে ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে বহু নারী-পুরুষ ওই বাড়িতে ভীড় জমায়। এরই মধ্যে বিগত ৩-৪ দিনের মধ্যে সে সম্পূর্ণ উগ্র ভাবে নিজ বাড়ি ও আশপাশের বাড়ির ৪টি শিশু বাচ্চাকে ধরে এনে বেদম মারধর করে। গত শনিবার রাতে একই বাড়ির মৃত শামছুল হকের পুত্র টাইলস শ্রমিক ইসমাইলকে ঘর থেকে ডেকে এনে মারধর করলে বিষয়টি সারা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকার লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে কবিরাজ নামধারী আমেনা বেগম লাঠি নিয়ে মারতে উদ্যত হয়। গত ৩ আগষ্ট সোমবার সকালে নিজ কন্যা সন্তান সুমাইয়াকে জ¦ীনে ধরেছে মর্মে মাটির উপড়ে চেপে ধরে লাঠি দিয়ে মারতে শুরু করে। ওই সময় বাড়ির বাড়ির লোকজন ছুটে এসে বাচ্চাটিকে বাঁচাতে চেষ্টা করলে সে তাদের ধাওয়া করে। স্থানীয়রা সংবাদকর্মীদের বিষয়টি মুঠোফোনে অবহিত করলে ওই বিষয়ের সত্যতা নিশ্চিতের জন্য সংবাদকর্মীরা হাজির হলে কবিরাজ নামধারী আমেনা বেগম তাদের সাথেও অশালিন আচরণ করে এবং তাদেরকেও মারতে উদ্যত হয়। সংবাদকর্মীরা বিষয়টি থানা পুলিশকে অবহিত করে স্থানীয় কয়েকজন লোক সহায়তায় শিশু সুমাইয়াকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পুরো ঘটনাটি ভন্ড কবিরাজ আমেনা ও তার স্বামী এমরানের নিকট নিশ্চিত হয়। ভন্ড কবিরাজ আমেনা ও তার স্বামী এমরান হোসেন উপস্থিত লোকজন, থানা পুলিশ ও সংবাদকর্মীদের সম্মুখে নিশ্চিত করে তারা প্রতারণার আশ্রয় নিয়েছে।
ওই সময় এমরান হোসেন জানান, তারা গরিব ও বিভিন্ন এনজিও থেকে বিশাল অংকের টাকা ঋণ গ্রহন করেছে। ওই ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে কোন উপায়ান্তর না পেয়ে তার স্ত্রী আমেনা বেগমের পরামর্শে এ প্রতারণার আশ্রয় নিয়েছে। যেহেতু তাদের প্রতারণা সকলের সম্মুখে উন্মুচিত হয়েছে তারা আর এই রকম প্রতারণা করবে না মর্মে ক্ষমা প্রার্থনা করলে থানা পুলিশ স্থানীয়দের বুঝিয়ে তাদের ক্ষমা করে দেন এবং শিশু সুমাইয়াকে তার নানীর জিম্মায় রেখে আসে।
ওই দিন দিবাগত রাত ৩টায় পুনরায় ভন্ড কবিরাজের স্বামী তার কন্যা সন্তান সুমাইয়াকে জোরপূর্বক নানীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে ভন্ড কবিরাজকে দিলে ভন্ড কবিরাজ জ¦ীন তাড়ানোর নামে নির্মম নির্যাতন করায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ভোর বেলায় পরিবারের অন্যান্য সদস্য ও বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে প্রতারক দম্পতিকে আটক করে রাখে এবং থানা পুলিশকে অবহিত করে। শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) নিজাম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশু সুমাইয়ার লাশ উদ্ধার, জনতা কর্তৃক আটককৃত দম্পতিকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করে। কবিরাজ দম্পতি আটক রয়েছে তাদের বিরুদ্ধে ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পর মামলার পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এদিকে ঘটনার সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ আবু হানিফ থানা পরিদর্শণ করেন।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষী ব্যক্তি ও প্রতারকদের কঠোর শাস্তির দাবী জানান।
শিরোনাম:
সোমবার , ২৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।