মোঃ জামাল হোসেন ঃ
শাহারাস্তিতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয়েছে। ১৬ই মে থেকে ১৮ই মে পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়ন ও ০১টি পৌরসভার মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই চলবে। গতকাল ১৬ই মে থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যাচাই-বাছাই চলে। মঙ্গলবার ১ম দিনে শাহ্রাস্তি পৌরসভা, রায়শ্রী উত্তর, রায়শ্রী দক্ষিণ, মেহের উত্তর ও মেহার দক্ষিণ ইউনিয়ন, ১৭ই মে, বুধবার চিতোষী পূর্ব ও চিতোষী পশ্চিম ইউনিয়ন, সূচীপাড়া উত্তর ও সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন, টামটা উত্তর ও টামটা দক্ষিণ ইউনিয়ন। শেষ দিন বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা নন এই মর্মে যাদের বিরুদ্ধে লিখিত আপত্তি মন্ত্রণালয় হতে প্রদান করা হয়েছে তাদের অভিযোগ নিষ্পত্তি করা হবে। এছাড়া লাল মুক্তিবার্তা এবং ভারতীয় তালিকায় অর্ন্তভূক্ত মুক্তিযোদ্ধাগণ ব্যতিত শুধুমাত্র অন-লাইনে আবেদনকারী, গেজেটভূক্ত, তালিকাভূক্ত, সরকারি চাকুরী গ্রহণে সময় ঘোষণা প্রদানকৃত, শুধুমাত্র সাময়িক সনদপ্রাপ্ত, সবুজ বইয়ে নাম অর্ন্তভূক্ত, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ (মাননীয় প্রধানমন্ত্রী প্রতিস্বাক্ষরিত) কর্তৃক সনদপ্রাপ্ত, সম্মানিত ভাতা স্থগিতকৃত, বীর মুক্তিযোদ্ধাগণের নিকট রক্ষিত নথিপত্র উপস্থিত। মঙ্গলবারে ১ম দিনে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই প্রক্রিয়ায় অংশ নেন- সংসদ সদস্যের পক্ষে, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ ওয়াদুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ, বীরমুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার- মোঃ রুহুল আমিন, জেলা সহকারী কমান্ডার (দপ্তর) মোঃ এয়াকুব আলী, উপজেলা সহকারী কমান্ডার (দপ্তর) মোঃ শাহজান পাটওয়ারী, বীরমুক্তিযোদ্ধা শহীদ উল্যাহ পাটওয়ারী, বীরমুক্তিযোদ্ধা রফিক আহম্মেদ ভূঁইয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, বীরমুক্তিযোদ্ধা কাজী মফিজুল ইসলাম।