কোন বাঁধাই যেন আমাদের বিজয়কে নৎসাৎ করতে না পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে
———————- মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
মোঃ জামাল হোসেন ঃ
সকল প্রতিকূলতা মোকাবেলা করে আগামীতে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। কোন বাঁধাই যেন আমাদের বিজয়কে নৎসাৎ করতে না পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জনগনের কথা চিন্তা করে সারাদেশে উন্নয়ন করে চলছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জনগনকে অবশ্যই নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। নেতাকর্মীদের সরকারের প্রতিটি উন্নয়নের বিষয়ে ঘরে ঘরে গিয়ে দেখিয়ে দিতে হবে। যাতে তারা বুজতে সক্ষম হয় আওয়ামী লীগ সরকারই উন্নয়ন ও জনগনের আস্থার সরকার। গতকাল রোববার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০টি ব্রীজের উদ্বোধন অনুষ্ঠানে টেলিকন্ফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, শাহরাস্তি-হাজীগঞ্জ এ দু’উপজেলায় আগামী বছরের মধ্যেই সকল রাস্তাঘাট, পুল-কালভার্টের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে। কোথাও কোন উন্নয়ন বাকি থাকবে না। আপনার কোথাও কোন উন্নয়ন কাজ বাকি থাকলে তালিকা তৈরী করে দিবেন অচিরেই তা সম্পন্ন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ মঞ্জিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, মৎস কর্মকর্তা উম্মে হাবিবা মুমু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আশেকুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ রেজোয়ানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা, যুগ্ম আহবায়ক আবদুল মান্নান বেপারী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
শাহরাস্তি উপজেলায় ‘‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর’’ কর্তৃক চলতি অর্থ বছরে বাস্তবায়িত ১০টি ব্রীজ হচ্ছে- টামটা উত্তর ইউপি’র সুরসই-বলশিদ রাস্তায় চেঙ্গাছাল সপ্রাবি’র পূর্ব পার্শ্বে খালের উপর ২৬ ফুট দৈর্ঘ্যের ব্রীজ, ওয়ারুক-ঠাকুর বাজার সড়ক হতে কুলশি ভূঁইয়া বাড়ি রাস্তায় ডাকাতিয়া শাখা খালের উপর ২০ ফুট দৈর্ঘ্যরে ব্রীজ, সূচীপাড়া দক্ষিণ ইউপির ১নং ওয়ার্ড রাগৈ-দেশগা রাস্তায় রাগৈর বিল খালের উপর ৬০ ফুট দৈর্ঘ্যরে ব্রীজ, ৩নং ওয়ার্ড দিগদাইড়-নোয়াগাঁও রোড হতে দিগদাইড় চৌকিদার বাড়ির ৩০ ফুট দৈর্ঘ্যরে ব্রীজ, শিমুলিয়া উত্তর পশ্চিম গম খালের উপর ৪০ ফুট দৈর্ঘ্যের ব্রীজ, ১নং ওয়ার্ড রাগৈ মনছুর মাস্টারের বাড়ি সংলগ্ন খালের উপর ৪০ ফুট দৈর্ঘ্যের ব্রীজ, রায়শ্রী দক্ষিণ ইউপির কুরকামতা হতে নাহারা যাওয়ার পথে ডাগরআলী বাড়ির সংলগ্ন খালের উপর ৩০ ফুট দৈর্ঘ্যরে ব্রীজ, টামটা দক্ষিণ ইউপির টামটা নবকান্দি জেলে বাড়ি সংলগ্ন খালের উপর ২৬ ফুট দৈর্ঘ্যরে ব্রীজ, সূচীপাড়া উত্তর ইউপির ধামরা মিয়াজী বাড়ির উত্তর পার্শ্বে খালের উপর ৩০ ফুট দৈর্ঘ্যরে ব্রীজ ও চিতোষী পশ্চিম ইউপির খেড়িহর অলির বাড়ির সংলগ্ন খালের উপর ৩০ ফুট দৈর্ঘ্যরে ব্রীজ।