শাহারাস্তি প্রতিনিধি ঃ
শাহরাস্তি উপজেলা আওয়ামী তাঁতী লীগের পুরাতন আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। গত ১১ জানুয়ারী ২০১৬ জেলা তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটোয়ারী স্বাক্ষরিত পত্রে ওই কমিটি ঘোষনা দেয়া হয়। এতে ইকবাল আহমেদকে পুনরায় আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য সদ্যসরা হলেন- যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল বাশার।
নবাগত আহবায়ক কমিটি আজ ১২ জানুয়ারী সন্ধ্যায় উপজেলার দেবকরা বাজার এলাকায় জেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে এক আলোচনা সভার আয়োজন করে।
সভায় উপজেলা তাঁতী লীগের আহবায়ক ইকবাল আহমেদ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা তাঁতী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মাইনুদ্দিন মানিক, পৌর তাঁতী লীগের সাবেক যুগ্ম আহবায়ক পারভেজ পাটওয়ারী, মেহের দক্ষিণ ইউপি তাঁতী লীগ সম্পাদক মোঃ শাহপরান, সাংগঠনিক সম্পাদক সুজন হোসেন, সদস্য মোঃ বাবুল, পৌর তাঁতী লীগ সদস্য অপু সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সভার সভাপতি ইকবাল আহমেদ- পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির আহবায়ক মনোনিত করায় জেলা তাঁতী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে শাহরাস্তি উপজেলা তাঁতী লীগের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এছাড়া আগামী দিনে দলীয় সকল কর্মকান্ডে সক্রিয় অংশ গ্রহনের প্রত্যয় ব্যক্ত এবং শিঘ্রই পুর্নাঙ্গ কমিটি ঘোষনার আশা প্রকাশ করেন।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।