প্রতিনিধি
শাহারাস্তি চিশ্তিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, শাহ্রাস্তি উপজেলা আওয়ামীলীগ উন্নয়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব আঃ লতিফ।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ লুৎফুল করিম। বিশেষ অতিথি ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী আমির হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক হাজী শহিদুল্লাহ্ মিয়াজী, মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য শেখ মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওঃ বেলাল হোসেন, উপাধ্যক্ষ মাওঃ ফয়েজ আহমেদ। সহকারি শিক্ষক মোঃ জহিরুল হক পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রভাষক মাওঃ মোঃ কিবরিয়া, মোঃ ওমর খৈয়াম, বাবুল আচার্য্য, মাওঃ শোয়াইব, মাওঃ খলিলুর রহমান, রোজিনা বেগম, একেএম আতাহার, রফিকুল ইসলাম, আবু হানিফ, মাওঃ ফরিদ উদ্দিন ও মাওঃ মাইনুদ্দিন। দাখিল পরীক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, মোঃ আমিনুল হক।