মোঃ আমিনুল ইসলাম ঃ
আসন্ন শাহ্রাস্তি পৌরসভা নির্বাচন ২০১৬ উপলক্ষে এক মত বিনিময় সভা আজ ০৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল মাসুদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার বানু, হাজীগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবু হানিফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা নিশাত পারভিন, শাহরাস্তি থানা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপস্থিত মেয়র ও কাউন্সিলর প্রাথীদের অভিযোগ শোনেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এটা একটা জনসমর্থনের প্রতিযোগীতা। জনগণের ভালবাসার বহিঃপ্রকাশ। প্রতিযোগী বেশী হলে নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয়। আপনারা সবাই এখানকার এবং সবাই ভাই ভাই।অতএব, জয়লাভের জন্য নিজেরা নিজেদের মধ্যে অহেতুক সংঘাতে জড়াবেন না। গোটা দেশের মধ্যে শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকার সুনাম রয়েছে। আমি চাই আপনারা এ সুনাম অক্ষুন্ন রাখতে সর্বাত্মক সোচ্ছার থাকবেন। তিনি আরও বলেন, একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে সরকারী যে সাপোর্ট প্রয়োজন তা আমাদের পক্ষ থেকে থাকবে। আপনারা আমাদেরকে সহযোগীতা করবেন। আমরা শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিব।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার শামছুন্নাহার বলেন, সবাই সুষ্ঠ নির্বাচন চায়। এখানকার সংসনদ সদস্যের বেশ সুনাম রয়েছে। ঐতিহ্যগত ভাবে শাহ্রাস্তিতে নিরপেক্ষ নির্বাচন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় নির্বাচনের দিন পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, ডিবি টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঘেরা থাকবে। পূর্বের ধারা বজায় থাকবে। আপনারা সকলে নির্বাচনী আচরণবিধি মেনে চলার চেষ্টা করবেন। শান্তিপূর্ণ নির্বাচন আমরা আপনাদেরকে উপহার দিব। এ সময় দু মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও শাহরাস্তি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠ করতে প্রয়োজনীয় জনবল থাকবে। সকলের সহযোগীতায় শাহ্রাস্তি পৌরসভায় সুন্দর মানুষ গুলোকে বিজয়ী করতে প্রশাসনের সর্বাত্মক সহযোগীতা থাকবে। বিন্দুমাত্র নিরপেক্ষতা ক্ষুন্ন হবেনা। আপনারা ঠিক থাকবেন। বিন্দুমাত্র সমস্যা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।