স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার শাহতলীতে হাজী ওহাব খান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে শাহতলী হাজী ওহাব খান জামে মসজিদ প্রাঙ্গন ময়দানে (০২ ডিসেম্বর) রোজ শনিবার ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে ও হাজী ওহাব খান জামে মসজিদ এর ইমাম ও খতিব হাফেজ শহিদুল ইসলাম এর পরিচালনায় ওয়াজ ও দোয়ার মাহফিল প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফীজুর রহমান মেজবাহ। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-কারীম দারুল উলূম ইসলামীয়া মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল আমিন জিহাদি, কারীমিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা বেলাল হোসাইন।
মাহফিলে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ স্বপন মাহমুদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সদস্য সফিক ক্বারী।
আমন্ত্রিত ওয়াজিনে কেরামগনের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত মাওলানা বিল্লাল হোসাইন,নূরপুর কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব ও তরুন বক্তা হাফেজ আবিদুর রহমান, হযরত মাওলানা দেলোয়ার হোসাইন।
এছাড়াও অন্যান্য স্থানীয় ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর শাহতলী তালতলা বাইতুল ইছলাহ জামে মসজিদ এর সেক্রেটারি জহিরুল হক লালু মাষ্টার, হাজী ওহাব খান জামে মসজিদ কমিটির সভাপতি লিয়াকত খান, স্থানীয় সমাজসেবক ও মাহফিলের উদ্যোক্তা মো: জাহাঙ্গীর খান, শাহতলী কামিল মাদরাসার সহ: শিক্ষক মাওলানা আব্দুল হালীম গাজী, আলী আশ্বাদ গাজী, তারেক খান, সিদ্দিক বেপারি, মো: নুরুজ্জামান মুন্সী, মো: আজিজ মিজি,সহকারী শিক্ষক দিদার হোসেন মিজি প্রমূখ।
মাহফিলের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন মাহফিল কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক প্রকাশক সোহেল রুশদী।
এছাড়াও এলাকা ও বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লীগন মাহফিলে উপস্থিত হন।
ক্যাপশান ঃ শাহ্তলীতে হাজী ওহাব খান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে শাহতলী হাজী ওহাব খান জামে মসজিদ প্রাঙ্গনে ওয়াজ ও দোয়ার মাহফিলে বক্তব্য রাখছেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক প্রকাশক সোহেল রুশদী ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ স্বপন মাহমুদ ।