স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসেন রুশদী ও শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অ্যাড. মরহুম তাহের হোসেন রুশদীসহ রুশদী পরিবারের অন্য মৃত সদস্যদের কবর গতকাল ২৬ফেব্রুয়ারী জুমার নামাজের পর জিয়ারত করেন শাহ্তলী জিলানী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
এসময় কবর জিয়ারতে অংশগ্রহন করেন, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারী শিক্ষক মিজানুর রহমান মুন্সি, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, , ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো: মজিব কারী,স্থানীয় বিএনপির নেতা রিপন মিজি,স্থানীয় তাহের মিজি সহ অন্যান্য মুসল্লীগণ।
কবর জিয়ারতে মরহুম রুশদীর পরিবারের সদস্যদের রুহের মাফেরাত কামনা করে দোয়া করা হয় ।
এসময় মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন।
চাঁদপুরনিউজ/এমএমএ/