স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল (এম.এ) মাদরাসার গভর্নিং বডির সভা গতকাল ৯জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১১.০০টায় অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গভনির্ং বডির সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসকের অনুমতিক্রমে তার পক্ষে গভনিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন শিক্ষার মান উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করা হবে। ফলাফলের উপর জোর দিতে হবে । শিক্ষক সংকট নিরসনের জন্য খুব দ্রুত খন্ডকালীন শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষার মান বাড়াতে হলে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার প্রতি আরও মনোযোগী করার চেষ্টা করতে হবে। এছাড়াও মাদ্রাসার চলতি বার্ষিক মাহফিল সফল করার লক্ষ্যে গভনির্ং বডি-শিক্ষক- অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে ।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন এর পরিচালনায় সভায় অংশ নেন গভর্নিং বডির দাতা সদস্য হাফেজ মাওলানা মো: জাকির হোসেন তপদার, অভিভাবক সদস্য মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, অভিভাবক সদস্য মো: মোশাররফ হোসেন তালুকদার, শিক্ষক প্রতিনিধি সদস্য ও মাদরাসার ১ম মুহাদ্দেছ মাওলানা মোঃ ইয়াছিন মিয়া, শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারি শিক্ষক মাওলানা মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, হিসাব রক্ষক মো: শরীফ খান।
সভায় বিগত সভার আলোচ্যসূচী পাঠ করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় বার্ষিক মাহফিল-২০১৮ নিয়ে আলোচনা করা হয় এবং মাহফিল সফলভাবে সম্পন্ন করার জন্য গভনির্ং বডির সহ-সভাপতি সাংবাদিক সোহেল রুশদীকে আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি ও প্রাক্তন গভনির্ং বডির সদস্য হাফেজ মাওলানা জহিরুল হক আহবায়ক করে একটি উপকমিটি গঠন করা হয় । অপরদিকে গভনির্ং বডির সভা শেষে বার্ষিক মাহফিল নিয়ে গভনির্ং বডির সাথে শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন গভনিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।