স্টাফ রিপোটার ঃ
চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী কামিল মাদরাসার বাংলা প্রভাষক মোঃ বেলায়েত হোসেনের পিতা মোঃ আলী একাব্বর মিজি আজ রবিবার বিকেল ২টা ৩০ মিনিটে নিজ গ্রামের বাড়ী মৈশাদীতে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন ) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর । তিনি ২ ছেলে ,৪ মেয়ে স্ত্রীসহ অসংখ্যগুনগ্রাহী রেখে যান । তিনি দীর্ঘদিন যাবত বার্ধ্যকজনিত রোগে ভোগছিলেন । সোমবার সকাল ৯টায় নিজ বাড়ী মৈশাদী ইউনিয়নের মৈশাদীতে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে । এদিকে শাহ্তলী কামিল মাদরাসার বাংলা প্রভাষক মোঃ বেলায়েত হোসেনের পিতা মোঃ আলী একাব্বর মিজির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও শাহ্তলী কামিল মাদরাসা গভনির্ং বডি সহসভাপতি সোহেল রুশদী,অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদ,গভনির্ং বডির অভিভাবক সদস্য মোশারফ হোসেন তালুকদার, অভিভাবক সদস্য মাওলানা আঃ হানিফ ,অভিভাবক সদস্য মোঃ হেলাল উদ্দিন,গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা মোঃ ইয়াসীন মিয়া, গভনির্ং বডির প্রাক্তন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন, গভনির্ং বডির প্রাক্তন শিক্ষক প্রতিনিধি মাওলানা হাফেজ জহিরুল হক,গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা মিজানুর রহমান, গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা আবদুল হালিম প্রমুখ ।