স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহ্তলী কামিল (এম.এ) মাদরাসার আয়োজনে মাদরাসার আসন্ন বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে সূধীজনদের সাথে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারী রোজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শাহতলী কামিল (এম.এ) মাদরাসা মিলনায়তনে মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে ও মাদরাসার ১ম মুহাদ্দেস ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা ইয়াছিন মিয়ার পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ও ৬নং মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।
মত বিনিময় সভায় অতিথি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও ৬নং মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক বলেন, শাহতলী কামিল মাদরাসা একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সুনাম চারদিকে ছড়িয়ে রয়েছে। এ মাদরাসার ছাত্ররা আজ বড় আলেম হয়ে মাদরাসার সুনাম ছড়াচ্ছে। মাদরাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাফল্যমন্ডিত করতে হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন আমি ব্যক্তিগত ভাবে ও ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাহফিলে সব্বোর্চ সহযোগিতা করা হবে। মাহফিল সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে ।
পরামর্শ সভা অনুষ্ঠানের সভাপতি ও মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাফল্যমন্ডিত করার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। মাহফিল সকলের তাই সকলেই সহযোগিতা করতে হবে। যারা ইমামমতি করেন প্রতি শুক্রবারে মাহফিলের কথা মসজিদে মুসল্লিদের জানাতে হবে। দলমত নির্বিশেষে আমরা মাদরাসার উন্নয়নে কাজ করবো। মাদরাসার উন্নয়নে ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসি সহযোগিতা করে আসছে। বিশেষ করে ৬নং মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক সাহেব এ মাদরাসার উন্নয়নে স্বল্প সময়ে ব্যাপক কাজ করেছেন । পরিষদ ও ব্যক্তিগতভাবে আর্থিকভাবে সহযোগিতা করছে ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহ্তলী কামিল এম.এ মাদরসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, গভর্নিং বডির দাতা সদস্য হাফেজ মো: জাকির হোসেন তপাদার, অভিভাবক সদস্য মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার মাষ্টার, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো: আবুল হাশেম রুশদী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, মাদরাসার শিক্ষক মাওলানা হাফেজ জহিরুল হক,মসজিদ কমিটির আহবায়ক ক্বারী আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট সমাজসেবক মো: জাহাঙ্গীর হোসেন খান প্রমুখ ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের সচিব মো: আবু বকর মানিক, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব এম.এ কুদ্দুস রোকন, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের সদস্য মো: ফারুক সরকার, সদস্য মো: বারেক খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মো: সফিক ক্বারী, মাদরাসার ২য় মুহাদ্দেস মাওলানা আক্তার হোসাইন, সহকারি অধ্যাপক মো: কামাল হোসেন, আরবী প্রভাষক মাওলানা কামাল হোসাইন, আরবী প্রভাষক মাওলানা এমদাদ হোসেন, ইংরেজী প্রভাষক মোহাম্মদুল্লা, আরবী প্রভাষক মাওলানা আব্দুল মান্নান, আরবী প্রভাষক মাওলানা মহিউদ্দিন, বাংলা প্রভাষক মো: বেলায়েত হোসেন, আরবী প্রভাষক মাওলানা এ.এন.এম হেলাল উদ্দিন, সহকারি শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা মিজানুর রহমান, সহকারী শিক্ষক মো: বাহাউদ্দিন, ইবতেদায়ী প্রধান শরীফ মোঃ মোস্তফা খান, সহকারি শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা আব্দুল হালিম, সহকারি শিক্ষক ইসমাঈল মিয়া, সহকারি শিক্ষক মো: রুস্তম খান বিএসসি, সহকারি শিক্ষক মাওলানা ছোলাইমান, মাদরাসার সাবেক শিক্ষক মো: দেলোয়ার মাষ্টার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির সহ: শিক্ষক মো: দিদার হোসেন মিজি, বিশিষ্ট ব্যবসায়ী মো: খায়রুল বাশার, বাজার ব্যবসায়ী মো: হেলাল মাল, আব্দুল বশির কবিরাজ, মো: আছাতুল্লাহ খান, মো: আবুল খায়ের গাজী, মো: মন্টু পাটওয়ারী, আব্দুল বারেক গাজী, যুবলীগ নেতা মো: আবুল কাশেম ক্বারী, হিসাবরক্ষক মো: শরীফ খান, জিলানী চিশতী কলেজের কম্পিউটার অপারেটর মো: রানা সরকার প্রমূখ। উল্লেখ্য আগামী ৫ ফেরুয়ারী শাহতলী কামিল মাদ্রাসার বার্ষিক এ মাহফিল অনুষ্ঠিত হবে ।
পরামর্শ সভা অনুষ্ঠানের শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন।
ক্যাপশান ঃ শাহ্তলী কামিল (এম.এ) মাদরাসার আয়োজনে মাদরাসার আসন্ন বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে সূধীজনদের সাথে এক পরামর্শ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক। পাশে মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য নেতৃবৃন্দ ।