স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোডিংয়ে জন্য কোরবানীর চামড়া সংগ্রহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই (শনিবার) সকাল ১১টায় মাদরাসা শিক্ষক মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে ও ১ম মুহাদ্দেস মাওলানা ইয়াছিন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, কোরবানীর গরুর চামড়ার দাম খুবই কম। চামড়া দ্রুত বিক্রির ব্যবস্থা করতে হবে। ১০টাকা কম পাইলেও দ্রুত বিক্রি করতে হবে। আপানাদের মাদরাসার প্রতি আন্তরিকতা আছে। এজন্য আপনাদের ধন্যবাদ। চামড়ার দাম কম হওয়ার কারন আছে। আগে ট্যানারি ছিল কেরানীগঞ্জ, ওখানে চামড়া প্রক্রিয়াজাতকরনের সকল সুযোগ সুবিধা ছিল । এখন ট্যানারি সাভারে ওখানে সংরক্ষনের সম্পূর্ন সুবিধা এখনোও তৈরি হয়নি। তাই কেউ চামড়া কিনতে চায়না।
তিনি আরও বলেন, চামড়া সংগ্রহে স্থানীয় ছাত্র-শিক্ষক সকলের সমন্বয়ে আলাদা আলাদা দলে বিভক্ত করে দিলে চামড়া সংগ্রহ বেশি করা যাবে। মসজিদে শুক্রবার মুসল্লিদের মাদরাসায় চামড়া দেওয়ার জন্য ইমামগণ বার্তা দিতে হবে। প্রয়োজনে মুসল্লিদের নিকট লিপলেট প্রদান করতে হবে। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের মাধ্যমে শ্রেনিকক্ষে শিক্ষার্থীদের মাধ্যমেও মাদরাসায় চামড়া দেওয়ার ব্যাপারে আহ্বান জানালে ভালো হবে।
এসময় আরো বক্তব্য রাখেন, মাদরাসার ২য় মুহাদ্দেস মাওলানা আখতার হোসেন, আরবী প্রভাষক মাওলানা আব্দুল মান্নান, সহকারি শিক্ষক হাফেজ জহিরুল হক, মাদরাসার গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারি শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক ও মাদরাসার গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা আব্দুল হালিম গাজী, বিশিষ্ট ব্যবসায়ী ক্বারী আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল রশিদ খান, বিল্লাল মাষ্টার, জাফর মাষ্টার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো: নুরুজ্জামান মুন্সি, আওয়ামী লীগ নেতা শহিদ মুন্সি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো: খায়রুল বাশার, ৬নং মৈশাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: আমীর খান, অভিভাবক সদস্য জামাল কারী,অভিভাবক রফিক কারী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদরাসার সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, সহকারি অধ্যাপক আরবী মাওলানা কামাল হোসেন, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্লাহ, আরবী প্রভাষক মাওলানা মহিউদ্দিন, ইংরেজী প্রভাষক মোহাম্মদুল্লা, বাংলা প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, সহকারি শিক্ষক মাওলানা আনিসুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক আহসান হাবীব, ৬নং মৈশাদী ইউনিয়নের সাবেক মেম্বার মো: ইব্রাহীম খান, সমাজেসেবক মো: আবুল কালাম আজাদ, মাদরাসার সাবেক শিক্ষক মো: দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য এবং দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।