স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহ্তলী কামিল মাদ্রাসার হাবিবুর রহমান লিল্লাহ বোডিংয়ে কোরবানী চামড়া সংগ্রহ উপলক্ষে এক পরামর্শ সভা গতকাল বুধবার (২৩ আগষ্ট ) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয় । মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইনের সভাপতিত্বে গভনির্ং শিক্ষক প্রতিনিধি মাওলানা মোঃ মিজানুর রহমানের পরিচালনায় পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা গভনির্ং বডির সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।তিনি তার বক্তব্যে বলেন, শাহতলী কামিল মাদ্রাসাটি শতবছরের একটি ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান । প্রতি বছর এ মাদ্রাসার লিল্লাহ বোডিংয়ের জন্য এ অঞ্চলের মানুষ শত শত কোরবানী চামড়া দান করে আসছে । এ জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ এলাকাবাসীর কাছে সর্বদা কৃতজ্ঞ । উক্ত লিল্লাহ বোডিংয়ে এতিম ও অসহায় ছাত্ররা লেখাপড়া করছে এবং উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। এ জন্য এলাকাবাসী সবসময়ই সহযোগিতা করছে । আশা করছি এ বছরও কোরবানী চামড়া এলাকাবাসী মুক্ত হস্তে দান করবেন । তিনি তার বক্তব্যে আরো বলেন ,কোরবানী চামড়া সংগ্রহের জন্য বিগত বছরের ন্যায় মাদ্রাসার গভনির্ং বডি, শিক্ষক,অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সহযোগিতা কামনা করছি । সভায় বক্তব্য রাখেন মাদ্রাসা গভনির্ং বডির দাতা সদস্য মাওলানা মোঃ জাকির হোসেন তপাদার ,গভনির্ং বডির অভিভাবক সদস্য মোশাররফ হোসেন তালুকদার,গভনির্ং বডির অভিভাবক সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু,৪নং ওয়ার্ড ইউপি মেম্বার মোঃ সফিক কারী,গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি হেড মোহাদ্দেস মাওলানা মোঃ ইয়াসীন মিয়া,২য় মোহাদ্দেস মাওলানা আকতার হোসেন,সহকারী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন ,গভনির্ং বডির প্রাক্তন শিক্ষক প্রতিনিধি হাফেজ মাওলানা মোঃ জহিরুল হক,গভনির্ং বডির প্রাক্তন অভিভাবক সদস্য মাওলানা আব্দুল হানিফ,গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা আব্দুল হালিম গাজী, হামানকর্দ্দীর প্রাক্তন ইউপি মেম্বার মোঃ ইব্রাহীম খান,বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল বাশার,অভিভাবক কারী আব্দুল ওয়াদুদ,শিক্ষক জাফর তপাদার,আবুল কাসেম মিজি, বিল্লাল মাস্টার, নান্নু মিজি প্রমুখ । এ ছাড়াও সভায় বিপুল সংখ্যক গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক উপস্থিত ছিলেন । সভায় উপস্থিত এলাকাবাসী প্রতি বছরের ন্যায় এবারও মুক্ত হস্তে মাদ্রাসার লিল্লাহ বোডিংয়ের জন্য কোরবানী চামড়া দান করবেন বলে একমত পোষন করেন ।