স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভা গতকাল (২ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা প্রশাসক ও মাদরাসা গভনির্ং বডির সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় অংশ নেন মাদ্রাসার সহ-সভাপতি সোহেল রুশদী, অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমদ, গভনির্ং বডির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব তাহের খান, দাতা সদস্য মাওলানা মোঃ জাকির হোসেন তপাদার, গভনির্ং বডির অভিভাবক সদস্য মোশারফ হোসেন তালুকদার, অভিভাবক সদস্য মাওলানা মোঃ হানিফ খান, অভিভাবক সদস্য মোঃ হেলাল উদ্দিন গাজী, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা ইয়াসীন মিয়া, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা মিজানুর রহমান, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা মোঃ হালিম গাজী, হিসেব রক্ষক শরীফুর ইসলাম প্রমুখ। সভায় চাঁদপুর জেলা প্রশাসক ও গভনির্ং বডির সভাপতি মোঃ ইসমাইল হোসেন বলেন, মাদ্রাসায় দ্রুত রোভার স্কাউট চালু করতে হবে। এতে করে মাদ্রাসার পরিচিতি ও মান অনেকাংশে বৃদ্ধি পাবে । মাদরাসা শিক্ষার মান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়া ও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষকদের নিরলসভাবে কাজ করতে হবে। প্রয়োজনে শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক অতিরিক্ত ক্লাস করাতে হবে । মাদ্রাসায় রাজনীতিমুক্ত পরিবেশ বজায় রাখতে হবে। গভনির্ং বডির সহ-সভাপতি সোহেল রুশদী তার বক্তব্যে মাদ্রাসার উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং মাদ্রাসায় এ বছর লিল্লাহ বোডিং-এ দানকৃত কোরবানী চামড়াতে সর্বোচ্চ আয় হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান ।