চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহ্তলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১১টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ।
অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ বক্তব্যে বলেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাই এত সুন্দর করে এ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করেছে। এজন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী ভাইসহ বিদ্যালয়ের সকলকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধুর জন্যই আমরা স্বাধীন দেশের নাগরিক। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করবে, এ লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে এবং জানাতে হবে। দেশ কিভাবে স্বাধীন হয়েছে তা জানাতে হবে। আর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের মাধ্যমে নতুন প্রজন্ম তা জানতে পারবে। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের দরবারে আমরা একটি মানচিত্র পেয়েছি। এগুলো জানা যাবে এ বঙ্গবন্ধু কর্ণার থেকে। আজকে এ প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে, এটি একটি ভালো উদ্যোগ। বিদ্যালয় খোলার পর প্রতিদিন অন্তত: আধাঘন্টা ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার রুমের এ সম্পর্কিত পাঠ দান করাবেন এবং কার্যক্রম ঘুরে দেখাবেন । তাতে ছাত্র-ছাত্রীরা স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে পারবে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন বক্তব্যে বলেন, এ বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে এটি খুব ভালো। এ প্রতিষ্ঠানে সরকারের সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধভিত্তিক বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করতে হবে। করোনাকালীন সময়ে অনলাইনে শ্রেনি কার্যক্রম মনিটরিং করতে হবে। শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবনী পড়তে উদ্ধুদ্ব করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানে সভাপতি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ও মুজিব কর্নারের মাধ্যমে ভবিষ্যত প্রজন্ম মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন একটি ভালো উদ্যোগ। জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের দিক-নির্দেশনায় এ প্রতিষ্ঠানে আজকে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হত, তাহলে আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পারতাম না। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি বাংলাদেশ নামক একটি ভূখন্ড।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় এ বিদ্যালয়ে একটি ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান করা হয়েছে। শাহতলী এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৪তলা বিশিষ্ট ভবন নির্মানসহ ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আর সব সম্ভব হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র সহযোগিতায়। এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে। সকলের বঙ্গবন্ধুকে জানতে হবে।
তিনি আরও বলেন, সরকার বছরের প্রথম দিন সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দিচ্ছেন। প্রাইমারি স্কুলে শতভাগ উপবৃত্তি প্রদান করছেন। এগুলো সব সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের জন্য। বিশ্বের কোন দেশে শতভাগ উপবৃত্তি ও বিনামূল্যে পাঠ্যবই বিতরন করেনি। শুধু বাংলাদেশে সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাহসিকতায়। আমি এখানকার শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেনির শিক্ষার্থীদের আমার নিজস্ব তহবিল থেকে স্কুল ড্রেস দিয়ে আসছি। প্রতিবছরের ন্যায় স্কুল খুললে এ বছরও স্কুল ড্রেস দিবো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার ।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ , উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, কলেজের প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো: সফিক কারী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো: নুরুজ্জামান মুন্সি, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: মনজুরুল আলম পাটওয়ারী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, সাবেক ছাত্রনেতা আবুল হাশেম রুশদী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ফজলুল করিম খান, সহকারি লাইব্রেরিয়ান মো: রবিউল আওয়াল খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা সাহিনা সুলতানা, সহকারি শিক্ষিকা তানজিলা খানম, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী, জিলানী চিশতী কলেজ অফিস ইনচার্জ মো:রানা সরকার ,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি মো: মোস্তফা কামালসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারসহ অন্যান্যরা।
পরে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ স্থানীয় জিলানী চিশতী কলেজে পরিদর্শনে যান । কলেজের পক্ষে তাকে স্বাগত জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।
চাঁদপুরনিউজ/এমএমএ/