শিক্ষক-অভিভাবক-ছাত্রছাত্রীদের সম্মিলিতপ্রচেষ্টাই পারে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নীত ঘটতে
স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ্তলী জিলানী চিশতী কলেজের একাদশ শ্রেণির ভর্তি, ভালো ফলাফল অর্জন ও শিক্ষার মানউন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানের গভর্নিং বডি, শিক্ষক, গন্যমান্যব্যক্তিবর্গ, অভিভাবক ও এলাকার সুধীজনদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সুধি সমাবেশ। ১৩ মে রোজ শনিবার বেলা ১০টায় জিলানী চিশতী কলেজের গভনির্ং বডির উদ্যোগে কলেজ মিলনায়তনে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুধী সমাবেশের সভাপতিত্ব করেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডি চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবরের প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদী । ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ । সুধী সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের নিবার্চিত সদস্য মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, শাহতলী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন, চাঁন্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান ,চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিস্ট সমাজসেবক মোঃ মাসুদুর রহমান নান্টু, চাঁদপুর জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল হান্নান সবুজ,উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন তালুকদার, ,হামানকদ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোক্তার হোসেন, প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ, ,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় মোঃ হুমায়ুন কবির তালকদার, সাহাতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মতিন তপাদার ভুট্রো, হামানকদ্দীর বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ নুরুজ্জমান খান বাবলু, কলেজ গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি গোলাম সারোয়ার কচি , সহকারী অধ্যাপিকা আলেয়া চৌধুরী, গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি মোঃ নুরুল বাতেন ,গভনির্ং বডির মহিলা শিক্ষক প্রতিনিধি নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মোঃ হানিফ মিয়া, প্রভাষক মোঃ জহিরুল ইসলাম মুরাদ, প্রভাষক মোঃ মানিক মিয়া ,কলেজ গভনির্ং বডির অভিভাবক সদস্য ইউপি মেম্বার সফিক কারী,গভনির্ং বডির অভিভাবক সদস্য ইউপি মেম্বার মোঃ বারেক খান, গভনির্ং বডির অভিভাবক সদস্য শাহজাহান খান , গভনির্ং বডির অভিভাবক সদস্য মোঃ জাকির মুন্সি, প্রাক্তন অভিভাবক সদস্য আমির হোসেন খান,প্রাক্তন অভিভাবক সদস্য মোঃ মকবুল হোসেন মিজি,প্রাক্তন অভিভাবক সদস্য মোঃ মনিরুজ্জামান, শাহতলী কামিল মাদ্রাসার অভিভাবক সদস্য মোঃ হেলাল উদ্দিন গাজী , অভিভাবক ও রাজনীতিবিদ আব্দুল রশিদ মাষ্টার, মহিলা মেম্বার ফিরোজা বেগম,অভিভাবক মোঃ দিদার হোসেন মিজি,স্থানীয় যুবলীগের নেতা আব্দুল কাশেম কারী প্রমুখ । সভাপতির বক্তব্যে কলেজের গভর্নিং বডি চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবরের প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদী বলেন, এই কলেজটি এতদঅঞ্চলে প্রাচীনতম একটি প্রতিষ্ঠান । ১৯৭০ সালে সদরে প্রথম বেসরকারি কলেজ হিসেবে এটি প্রতিষ্ঠা লাভ করে । এ কলেজ থেকে লেখাপড়া করে কেউ সচিব,প্রকৌশলী,অধ্যাপক-শিক্ষক এবং দেশের বিভিন্ন স্থানে বড় বড় চাকুরী করছেন । এটা এই এ প্রতিষ্ঠানের জন্য অনেক গৌরবের । বর্তমানে এই কলেজের লেখাপড়ার অনেক ভালো । অত্যন্ত দক্ষ শিক্ষকমন্ডলী এবং শক্তিশালী গভনির্ং বডির নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে ।তিনি বলেন, আমরা প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে স্থানীয় সুধীজনদের সহযোগিতা চাই । আমি আশা বাদী শিক্ষক-অভিভাবক-ছাত্রছাত্রীদের সম্মিলিত প্রচেষ্টাই পারে প্রতিষ্ঠানের উন্নীত ঘটতে । প্রতিষ্ঠানটি দীর্ঘদিন পর বর্তমান সরকারের আমলে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন হচ্ছে । নতুন এই একাডেমিক ভবনে একটি আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপিত হবে । এ কলেজের ছাড়াও আর্শে¦-পার্শ্বের প্রতিষ্ঠানের ছেলে-মেয়েরা বিনামুল্যে কম্পিউটার শিখতে পারবে । এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী,শিক্ষামন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
চাঁদপুর জেলা পরিষদের নিবার্চিত সদস্য মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী তার বক্তব্যে বলেন, এখন শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে । ফলাফল ভালো হলেই ছাত্র-ছাত্রীর অভাব হবে না । তাই সেই লক্ষ্যে কাজ করতে হবে । কলেজ প্রতিষ্ঠার পর এই প্রথম সুধী সমাবেশের আয়োজন করায় কলেজ গভনির্ং বডিরকে ধন্যবাদ জানাই । আশা করি প্রতি বছরই এ ধরনের সমাবেশের আয়োজন করবে । প্রতিষ্ঠানে প্রতি ২ মাস অন্তর অন্তর অভিভাবক সমাবেশের আয়োজন করতে হবে । কলেজটি এগিয়ে নিতে হলে শিক্ষক অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে ।বক্তারা বলেন,এই কলেজ এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠান আমাদের এলাকার জন্য অনেক গৌরবের । আমরা এ কলেজের শিক্ষার মান উন্নয়নে সার্বিক সহযোগিতা করবো । ভালো রেজান্ট করার ব্যাপারে শিক্ষকদের আরো চেষ্টা করতে হবে । ছাত্র-ছাত্রীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং পাঠদান করাতে হবে । সাপ্তাহিক ও মাসিক ছাত্র-ছাত্রীদের ক্লাসে পরীক্ষা নিতে হবে ।