স্টাফ রিপোটার্র ঃ চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহ্তলী জিলানী চিশতী কলেজের অভিভাবক সমাবেশ এবং পাক-নিবাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান গতকাল ১৪ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় । কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রভাষক মোঃ জহিরুল ইসলাম মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ও ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক । তিনি তার বক্তব্যে শিক্ষার মান উন্নয়নে কলেজটি দীর্ঘকাল যাবত গুরুত্বপুর্ন ভূমিকা রাখছে । ১৯৭০ সালে কলেজটি শিক্ষাবিদ মাওলানা এটি আহমেদ হোসেন রুশদী প্রতিষ্ঠা করেন । কলেজটি প্রতিষ্ঠা হওয়ার পর এ অঞ্চলের হাজার হাজার ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে ।বিশেষ করে নারী শিক্ষা উন্নয়নে কলেজটির অবদান অনেক । এ প্রতিষ্ঠানের ছাত্ররা আজ সচিব,অধ্যাপক ,প্রকৌশলীসহ সরকারের গুরুত্বপুর্ন পদে অধিষ্ঠিত হয়েছেন ।তিনি বলেন,লেখা পড়ার বিকল্প নেই । ভালো ফলাফল করতে হবে । যারা এ কলেজ থেকে জিপিত্র-৫ পাবে তাদেরকে উচ্চ শিক্ষার গ্রহণের ক্ষেত্রে সহযোগিতা করা হবে । এ প্রতিষ্ঠানসহ এ এলাকার ও মৈশাদীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের হন্য আমার ব্যক্তিগত তহবিল ও পরিষদ থেকে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে ।আমি এরই মধ্যে মৈশাদী একটি অসহায় গরীব পরিবারের মেয়েকে মেডিকেলে পড়ার যাবতীয় ব্যয়ভার গ্রহন করেছি ।আর সাংবাদিক সোহেল রুশদীর সহযোগিতায় চাঁদপুর জেলা প্রশাসন থেকে শিক্ষাবৃত্তির আওতায় মৈশাদীর আরেকটি ছাত্রকে মেডিকেলে পড়ার যাবতীয় ব্যয়ভার বহন করবে । শিক্ষার জন্য জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ গভনির্ং বডির সদস্য আবুল কালাম আজাদ,সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী,সহকারী অধ্যাপক কামরুল হাসান,প্রভাষক জিয়াউর রহমান,প্রভাষক মোঃ হানিফ মিয়া,প্রভাষক মোঃ মানিক মিয়া,প্রভাষক মোঃ হাবিবুর রহমান,প্রভাষক মোঃশাহাদাৎ হোসেন ,প্রভাষক মোঃ মাহবুবুর রহমান ,অভিভাবক ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আল হাসান । এ সময় উপস্থিত ছিলেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার,সহকারী অধ্যাপক সাহেরা আক্তার,প্রভাষক শামিমা আক্তার, গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি গোলাম সারোয়ার কচি,গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি নুরুল বাতেন ,গভনির্ং মহিলা শিক্ষক প্রতিনিধি নুরুন নাহার বেগম মুক্তা,প্রভাষক ছোহাইল আহমেদ চিশতী,প্রভাষক ফারজানা আক্তার ,প্রদর্শক মঞ্জুর হোসেন পাটওয়ারী প্রমুখ । অনুষ্ঠানে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ও ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিককে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করেন প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার । সবশেষে কলেজের প্রাক নিবাচনী ফলাফল শিক্ষার্থীদের মাঝে তুলে দেন ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ও কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান সোহেল রুশদী ।
শিরোনাম:
শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।