চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহ্তলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা,শিক্ষা উপকরন বিতরণ ও দোয়া অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন তালুকদার । বিদ্যালয় সহকারী শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয় টিভির স্টাফ রিপোটার সোহেল রুশদী । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদ,জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ । স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তালুকদার । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষিকা নাজমা আক্তার ,সহকারী শিক্ষক সোহরাব হোসেন,৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুক কারী, শাহমাহমুদপুর ইউনিয়ন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন , ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ হেলাল উদ্দিন গাজী,অভিভাবক মাওলানা আব্দুল হালিম গাজী,মহিলা সদস্য আনোয়ারা বেগম,ডাঃ হাসান মুন্সি প্রমুখ । অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন ,এ বিদ্যালয়টি নারী শিক্ষার উন্নয়নে অনেক গুরুত্বপুর্ন ভূমিকা রাখছে । এ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতা করা হবে । অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন তুলে দেন চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রুশদী ও বিদ্যালয় সভাপিত মোশারফ হোসেন তালুকদার । সবশেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদ ।