প্রতিনিধি
শাহ্রাস্তির সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের লোটরা বাজারে গরুর হাসিল নিয়ে দু পক্ষের মধ্যে বিরোধকে কেন্দ্র করে পৌর কাউন্সিলরকে বেদম মারধর করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় লোটরা গরু বাজারে ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বাজার ক্রেতা শূন্য হয়ে পড়ে। খবর পেয়ে শাহ্রাস্তি মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে ছুটে যায়।
স্থানীয় বাজার ব্যবসায়ী ক্রেতারা জানান, শাহ্রাস্তির পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমানের সাথে গরুর হাসিল নিয়ে রামগঞ্জ উপজেলার আশারকোঠা গ্রামের আব্দুল হাই ও তার ভাগ্নে সবুজের কথা কাটাকাটির ঘটনায় দু পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্লা আব্দুল হাইয়ের ভাগ্নে সবুজকে গালে চড়-থাপ্পর মারলে আব্দুল হাই, সবুজসহ ৮-১০ জন অজ্ঞাত সন্ত্রাসী ওয়ার্ড কাউন্সিলরকে আটকে রেখে বেদম মারধর করে তার পকেটে থাকা নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় লোটরা গরু বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে সাধারণ ক্রেতা ও গরু ব্যবসায়ীরা এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। মুহূর্তের মধ্যে বাজার ক্রেতা শূন্য হয়ে পড়ে। এক পর্যায়ে আবদুল হাই ও সবুজের নেতৃত্বে ১০-১৫ জন ক্যাডার দেশীয় অস্ত্র নিয়ে লোটরা গরু বাজার এলাকায় মহড়া দেয়। খবর পেয়ে শাহ্রাস্তি মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান, বেলায়েত হোসেন, আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্স লোটরা বাজার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।