প্রতিনিধি চাঁদপুরের শাহ্রাস্তিতে রেলওয়ের লীজকৃত জায়গা জবর দখল করতে রাতের অন্ধকারে গাছ কর্তন করেছে এক প্রভাবশালী ব্যক্তি-এমন অভিযোগ করেন প্রকৃত লীজ গ্রহিতা পরিবার।
জানা যায়, লাকসাম-চাঁদপুর রেলপথের শাহ্রাস্তি উপজেলার শিবপুর বাংলা বাজার এলাকায় কিছু জায়গা লীজে গ্রহণ করেন একই এলাকার মৃত আবদুল গনির পুত্র জাহাঙ্গীর হোসেন। যার লীজ সনদ নং- ডিইও/৩৯৫-কৃষি/মেহের/৮৫০(ক)।
ঘটনা সূত্রে জানা যায়, জাহাঙ্গীরের নামে লীজকৃত রেলওয়ের নির্ধারিত জায়গার জোর দাবী করেন-একই গ্রামের মৃত হাবিব উল্যাহর পুত্র আবুল কালাম। এ ব্যাপারে গত ৯ মার্চ শুক্রবার বিকেলে ঘটনাস্থলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সালিশে বিজ্ঞ সালিশদারগণ এক সিদ্ধান্তে উপনীত হন যে, বিবাদমান জায়গার উভয় লীজার তার সঠিক কাগজপত্রের আলোকে সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে প্রকৃত লীজারকে তা স্বাব্যস্থ করবেন রেলওয়ে কর্তৃপক্ষ। এ ব্যাপারে উভয়ে তার সঠিক কাগজপত্র নিয়ে কানুনগো লাকসাম বরাবর যাওয়ার পরামর্শ প্রদান করেন তারা। সিদ্ধান্ত গৃহিত হওয়ার পরের দিন রাতে ওই জায়গার সম্মূখে থাকা বৃহদাকার একটি মেহেগনী গাছ কর্তন করে মাটি ভরাট করেন আবুল কালাম এবং রাতের অন্ধকারেই অবৈধ পন্থায় ভোগ দখল বুঝাতে ঘর নির্মান করেন। যা রেলওয়ের আইনে পরিপন্থি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে, অবৈধ পন্থায় জায়গা দখল ও গৃহনির্মানের ঘটনার দিন রাতে ২০/২৫ জনের একটি সঙ্গবদ্ধ দল হঠাৎ গাছ কাটা সহ মাটি ভরাট শুরু করেন এবং কিছু সংখ্যক লোক পূর্ব থেকে তৈরী করা বেড়া, টিন এনে ঘর নির্মান করেন। এ সময় খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি এহেন কাজে বাঁধা প্রদান করেন। তারা আরও বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাঁধা উপেক্ষা করে আবুল কালাম অবৈধ ভাবে ঘর তৈরী করে তার দাম্ভিকতার পরিচয় দিয়েছেন।
এ বিষয়ে প্রথম লীজার জাহাঙ্গীরের স্ত্রী বিউটি আক্তার বলেন, আমার স্বামী প্রবাসে থাকেন। আমার সংসারে উপযুক্ত কেউ না থাকায় জোর পূর্বক রাতের অন্ধকারে জায়গা দখল করে ঘর নির্মান করেছে আবুল কালাম। আমার স্বামীর নামে রেলওয়ের প্রকৃত লীজকৃত ভূমিটি পুনঃরুদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
জবর দখলকারী আবুল কালাম বলেন, আমার দখলকৃত জায়গাটির জন্য আমি আবেদন করেছি। অচিরেই এই জায়গা আমার নামে লিজকৃত হবে। আমি কারও জায়গা দখল করিনি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগটি মিথ্যা ও বানোয়াট।
এলাকাবাসী বলেন, অবৈধ দখলদার আবুল কালাম খারাপ প্রকৃতির লোক। বহু মামলার আসামী। রেল লাইন উৎপাটন করা মামলা চিহ্নিত আসামী সে। মানুষকে ক্ষমতার বল দেখান। এহেন ঘটনার জন্য তার বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে তারা মনে করেন।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।