স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় জন্দ্র দে’র স্ত্রী ও মুক্তিযোদ্ধা প্রিয় লাল দের মাতা রেনুকা দে (৮৫) শুক্রবার সকাল ৯টায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সন্ধ্যার পর নিজ বাড়ী ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে (প্রত্যাশী) দে বাড়ীতে তার মরদেহ দাহ করা হয়। মৃত্যুর খবর শুনে দুপুরে তাঁর বাড়ীতে সমবেদনা জ্ঞাপন করার জন্য উপস্থিত চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরি পরিষদ সদস্য, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোঃ হাসান খান, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদার, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজী) দিলিপ চন্দ্র সহকারী অধ্যাপক (ইতিহাস) শান্তি রঞ্জন দে, সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) অর্জুন চন্দ্র শীল, প্রভাষক (হিসাব বিজ্ঞান) শাহাদাত হোসেন রনি প্রভাষক (উৎপাদন ব্যবস্থাপনা) হাবিবুর রহমান শেখ, প্রভাষক (ইসলামের ইতিহাস) মোঃ জাহাঙ্গীর হোসেন, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মামনুর রশিদ, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিকুল্লা পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগ নেতা তানভির আহমেদ।