শাহরিয়ার খান কৌশিক ॥
মরণ নেশা ইয়াবা ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক চাঁদপুরে অহরহ বিক্রি ও সেবন হওয়ার কারনে দ্রুত যুব সমাজ ধংশের দিকে ধাবিত হচ্ছে। সিমান্ত এলাকা থেকে সহজেই এ মাদক চাঁদপুরে প্রবেশ করায় বিভিন্ন এলাকায় নেশা জাতীয় দ্রব্য বিক্রী হচ্ছে। শিক্ষাঙ্গনে মাদক প্রবেশ করায় শিক্ষার্থিরা এখন লোখা পড়ায় মনযোগী না হয়ে মাদকের উপর ঝুকে পরেছে। চাঁদপুর শহরের বাসষ্টেন্ড বিষ্ণুদী রোডে শেরে বাংলা হোস্টেল এখন মাদক বিক্রির নিরাপদ আস্তানা হিসেবে মাদক বিক্রেতারা বেঁছে নিয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ইয়াবা ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক বিক্রী হচ্ছে এখানে। বহিরাগত থেকে আসা মাদক সেবীরা শেরে বাংলা হোস্টেলের বিভিন্ন কক্ষে প্রবেশ করে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থিদের নিয়ে ইয়াবা ও ফেন্সিডিল সেবন করে। তাই হোস্টেলে থাকা শিক্ষার্থিরা পড়াশুনা না করে মাদক বিক্রী ও সেবনের সাথে জড়িয়ে পরছে। প্রতিদিন দিনে ও রাতে এলাকার বখাটে যুবক এবং মাদক ব্যাবসায়িরা শেরে বাংলা হোস্টেলের কয়েকটি কক্ষকে মাদক সেবনের আস্তানা হিসেবে পরিনত করেছে। নর্থ বেঙ্গলের মাদক ব্যবসায়ি দুলাল পুরান বাজার ব্রীজের গোড়ায় একটি বাসা ভাড়া নিয়ে দেদারছে যুব সমাজের মধ্যে মাদক বিক্রী ও ছড়িয়ে দিচ্ছে। সে প্রতিদিন অপপরিচতি যুবকদের অর্থের বিণিময়ে শহরের বিভিন্ন এলাকার মতো শেরেবাংলা হোস্টেলে ইয়াবা ও ফেন্সিডিল নিয়ে দেদারছে বিক্রী করে আসছে। শেরে বাংলা হোস্টেলে থাকা কয়েকজন মাদকসেবী জানায়,চাঁদপৃুরে ইয়াবা পাচার ও বিক্রীর মুল হোতা শামীম উরপে কেটলি। সে শহরের চিত্রলেখার মোড়ের একটি ফাট বাড়ীতে অবস্থান করে মাদকের বিভিন্ন স্পট মোবইলের মাধ্যমে তা সিন্ডিকেটদেও নির্দেশ দিয়ে মোটা অংকের চালান পাচার করে। এছাড়া তার মাদক বিক্রীর মূল স্পট শেরে বাংলা হোস্টেলকে বেঁছে নিয়েছে। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মাদক বিক্রেতা ইয়াবা পাচারের কাজে ব্যাস্ত থাকে।
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।