প্রতিনিধি=
শিক্ষামন্ত্রীর অনৈতিক বক্তব্যের প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীরা মানববন্ধন ও র্যালী বের করে। গতকাল ৯ই জুলাই বুধবার চাঁদপুর সচেতন ছাত্র মহলের ব্যানারে সকাল ১১টায় চাঁদপুর প্রেসকাবের সামনে চাঁদপুর সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয়, আল আমিন স্কুল-এন্ড কলেজ সহ আরো বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রী মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা র্যালী বের করে। র্যালীটি প্রেসকাব থেকে বের হয়ে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীদের অভিযোগ এসএসসি, এইচএসসি ও সমমনা পরীক্ষার প্রশ্নপত্র সৃজনশীল পদ্ধতির হওয়ায় আমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হয়। কিন্তু বর্তমান নতুন নিয়ম অনুযায়ী পরীক্ষাগুলো বিরতিহীনভাবে নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে। তাছাড়া একই দিনে সকালে এবং বিকালে দুইটি পরীক্ষায় অংশ নেওয়াটা খুবই কঠিন হবে। ছাত্র-ছাত্রীদের দাবী পরীক্ষার সময় সূচী আগের নিয়ম বহাল রাখতে হবে। আমরা শিক্ষামন্ত্রীর এ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।