চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবারো মিথ্যাচার করেছে কুচক্রীরা। এতে দুটি আইডির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল ২৬ আগস্ট বুধবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় এই সাধারণ ডায়েরি করেন চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। সাধারণ ডায়েরি নম্বর-১৩৭১।
সাধারণ ডায়েরিতে অধ্যক্ষ রতন কুমার মজুমদার উল্লেখ করেন, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির নামে গরষর ংঁষঃধহধ এবং জাইমা রহমান নামে ফেসবুক পেজ থেকে মিথ্যা ও বনোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যা একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এটি দ-নীয় অপরাধও বটে। তিনি বলেন, ডাঃ দীপু মনির মতো সৎ, যোগ্য, পরমতসহিষ্ণু ও নিষ্ঠাবান একজন রাজনীতিকের নামে এমন অপপ্রচারে আমাকে ক্ষুব্ধ করেছে। মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজে অস্থিরতা সৃষ্টি হবে। তাই উক্ত আইডি এবং পেজের বিরুদ্ধে তদন্তপূর্বক সামাজিক নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়ার জন্যে তিনি অনুরোধ জানান। সাধারণ ডায়েরির সাথে উক্ত ফেসবুক একাউন্ট, পেজের লিংক, মিলি সুলতানা এবং জাইমা রহমানের মন্তব্যের ফটোকপি জমা দেয়া হয়। অধ্যক্ষ রতন কুমার মজুমদার আরো বলেন, ডাঃ দীপু মনি আমাদের গর্ব, এ উপমহাদেশের সম্পদ। তাঁকে নিয়ে যখন কোনো মহল মিথ্যাচারে লিপ্ত হয় তখন তাঁর অসংখ্য ভক্তের মতো আমাকেও ব্যথিত করে। সেজন্যই আমি আইনের আশ্রয় নিয়েছি।
উল্লেখ্য, এর আগেও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নামে ফেসবুকে মিথ্যা অপপ্রচার করায় অধ্যক্ষ রতন কুমার মজুমদার চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এ ধরনের অপপ্রচার করায় ইতোমধ্যে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ৩ শিক্ষক আটক হয়ে বর্তমানে কারাগারে আছেন।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসিম উদ্দিন জানান, সাধারণ ডায়েরির উল্লেখিত তথ্যে আমরা অভিযোগ সম্পর্কে অবহিত হয়েছি। বিষয়টি তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।