চাঁদপুর-৩ নির্বাচনী আসনের সংসদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির পিতা, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ভাষাবীর এম এ ওয়াদুদের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) বাদজুমা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর শহরের বেগম জামে মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন বেগম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ও পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রর্থিী জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি এডভোকেট সাইফুদ্দিন বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ তোতালেব, বর্তমান সভাপতি মো. জহির উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারন সম্পাদক মো. রবিন পাটওয়ারীসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সাধারন মুসল্লিগন দোয়া অনুষ্ঠানে শরিক হন।
উল্লেখ্য : ভাষাবীর এম এ ওয়াদুদ তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এম এ ওয়াদুদ ১৯২৫ সালের ১ আগস্ট চাঁদপুর জেলার রাঢ়ির চর গ্রামে জন্মগ্রহণ করেন। মারা যান ১৯৮৩ সালের ২৮ আগস্ট। শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি তার একমাত্র কন্যা এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ডায়াবেটিক ফুট সার্জারীতে দেশের একমাত্র বিশেষজ্ঞ শল্য চিকিৎসক ডাঃ জাওয়াদুর রহিম ওয়াদুদ (টিপু) তাঁর একমাত্র পুত্র।