স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষারমান উন্নয়নের লক্ষে গত ২৬ সেপ্টেম্বর বিদ্যালয়ের সভাকক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক প্রকাশক সোহেল রুশদী। এ সময় বিদ্যালয়ের শিক্ষারমান বৃদ্ধি এবং আসন্ন জেএসসি ও এসএসসি পরিক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য শিক্ষকদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং প্রতিটি পরীক্ষার্থীদের লেখাপড়ার বিষয়ে মনিটরিং করার জন্য আলাদা করে শিক্ষকদেরকে দায়িত্ব প্রদান করা হয়।
এসময় মতবিনিময় সভায় অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাত হোসেন, সিনিয়ার সহকারি শিক্ষক ফাহিমা খান, সহকারি শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, সহকারি শিক্ষক মামুনুর রশিদ, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি লাইব্রিয়ান রবিউল আউয়াল, খন্ডকালিন সহকারি শিক্ষক মো: মামুন হোসেন, মশিউর রহমান, অফিস সহকারি মো: মোস্তফা কামাল প্রমুখ।