মতলব উত্তর: আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। জীবনকে গড়তে শিক্ষার কোন বিকল্প নেই আর সেই শিক্ষা হতে হবে মানসম্মত শিক্ষা। মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলারও প্রয়োজন রয়েছে। আর শিক্ষার্থীদের শারীরিক গঠনে ক্রীড়ার গুরুত্ব অপরিসীম।
শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট চলাকালে এই ইউনিয়নের ২০টি প্রাথমিক বিদ্যালয়ে ১টি করে ফুটবল ও গত বছরে এ টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহনকারী দক্ষিণ রামপুর প্রাথমিক বিদ্যালয়কে সেট জার্সি ও ২টি ফুটবল প্রদান অনুষ্ঠানে বক্তারা একথাগুলো বলেছেন। চরকালিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া পৃষ্ঠপোষক এবং এই ফুটবল-জার্সি বিতরনের পৃষ্ঠপোষক মঞ্জুর আহমেদ মঞ্জু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, চরকালিয়া প্রথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মানছুর আহমেদ, প্রধান শিক্ষক যথাক্রমে মানছুর আহমেদ, সরকার সাহেদুজ্জামান, গোলাম কাদির প্রমূখ।