স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে এ বছর রেকর্ডসংখ্যক ছাত্র-ছাত্রী এসএসসি পাস করলেও প্রয়োজনীয়সংখ্যক শিক্ষার্থীর অভাবে কলেজগুলোতে ৭ সহস্রাধিক আসন শূন্য থাকছে। জেলার ৪৯টি সরকারি-বেসরকারি কলেজে এ বছর মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য এ তিনটি বিভাগে ২২ হাজার ২শ’ ৫০ জন ছাত্র-ছাত্রীর ভর্তির সুযোগ রয়েছে। কিন্তু জেলায় এ বছর এসএসসিতে উত্তীর্ণ হয়েছে ১৪ হাজার ৫শ’ ৮১ জন। ফলে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ৭ হাজার ৬শ’ ৭৯টি আসন শূন্য থাকছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানান, জেলার কলেজগুলোতে বিজ্ঞান বিভাগে ৬ হাজার ৭শ’ ৭০, মানবিক বিভাগে ৭ হাজার ৫শ’ ও ব্যবসায় শিক্ষায় ৮ হাজার ১শ’ টি আসন রয়েছে। এর বিপরীতে চাঁদপুর সদর উপজেলায় পাস করেছে ৩ হাজার ৫শ’ ৭৪ জন (পাসের হার ৯৩.০৫), হাইমচরে উপজেলায় ৫শ’ ৩৩ জন (পাসের হার ৮৩.৬৭), ফরিদগঞ্জে ২ হাজার ৯শ’ ২৩ জন (পাসের হার ৮৯.৯১), হাজীগঞ্জে উপজেলায় ২ হাজার ৬শ’ ৮৪ জন (পাসের হার ৮৯.৩৮), শাহারাস্তিতে ২ হাজর ১শ’ ৮৩ জন (পাসের হার ৯১.৬৮), কচুয়ায় ২ হাজার ৬শ’ ৫১ জন (পাসের হার ৯০.৪৮), মতলব দক্ষিণে ১ হাজার ৭শ’ ৬৪ জন (পাসের হার ৯১.০২) এবং মতলব উত্তর উপজেলায় ২ হাজার ৮শ’ ৩৯ জন (পাসের হার ৮৮.১৪)।
এছাড়াও প্রতি বছরের মতো শতকরা ১০ ভাগ শিক্ষার্থীর অন্যত্র চলে যাবার আশংকা রয়েছে। তবে জেলার ৪/৫টি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাকি কলেজগুলো শিক্ষার্থী সংকটে পড়বে। এ অবস্থাতে কলেজ কর্তৃপক্ষ রয়েছে দুঃশ্চিন্তায়।
চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক সমিতির সম্পাদক মো. আলমগীর হোসেন বাহার বলেন, এ অবস্থায় শহরের কলেজগুলোর চেয়ে গ্রামের কলেজগুলো শিক্ষার্থী সংকটে পড়বে। এতে করে তারা এমপিও সমস্যায় পড়তে পারে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।