আনিছুর রহমান সুজন :
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেছেন , একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র নিয়মিত পাঠদান করলেই তার দায়িত্ব শেষ হয়ে যায় না। ছাত্র/ছাত্রীদের পড়ালেখার প্রতি একঘুয়েমী ভাব থেকে দুর করতে সাথেসাথে নিয়মিত খেলাধূলার ও বিনোদন আয়োজন করা জরুরী। কারণ শিক্ষার পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চা মেধা বিকাশের উত্তম পন্থা। তাছাড়া নিয়মিত পড়ালেখার সাথে বির্তক, সাংস্কৃতিক এবং বিভিন্ন খেলাধূলায় ভালো নৈপুন্য দেখাতে পারলে জাতীয় ও আর্ন্ত:জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য একটি ভাল মাধ্যম এই স্কুল পর্যায়ের এসব ক্রীড়ানুষ্ঠান। গত ২০ জানুয়ারী মঙ্গলবার বিকালে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ’২০১৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার জয়নাল আবদিন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: নাজমুল হক, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, মহিলা ভাইসচেয়ারম্যান রিনা নাসরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমান , ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান , সম্পাদক নুরুন্নবী নোমান , উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাাদক আলমগীর হোসেন, উপজেলা জাতীয় পাটির সভাপতি আ: আউয়াল মিয়াজী এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান, হাজী সফিকুর রহমান । এর আগে সোমবার সকালে ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জয়নাল আবদিন দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাওটয়ারীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহাদাত হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান প্রমুখ।#
শিরোনাম:
সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।