মিজান লিটন ॥
চাঁদপুর শহরের উত্তরবিষ্ণুদী এলাকায় শনিবার রাতে শিশুদের তুচ্ছ মারামারির ঘটনার জের ধরে অসহায় অটোচালকের বাড়ী ঘর ভাংচুর সহ ৩ জনকে গুরুতর জখম করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ লিলু বেগম বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরনে জানাযায়, উত্তরবিষ্ণুদী এলাকায় ঢালী বাড়ীর নানু ঢালী গং দের সাথে আহত লিটন মোল্লা গংদের দীর্ঘদিন যাবৎ শিশুদের তুচ্ছ মারামারির ঘটনা নিয়ে পারিবারিক দ্বন্ধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায়, নানু ঢালী, হাফেজ ঢালী, ইউনুছ ঢালী, খলিল, রাসেল গাজী, জুয়েল, ফারুক, সহ অজ্ঞাত আরো কয়েকজন শনিবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে তীব্র শীতের মধ্যে অতর্কিত হামলা চালায়। হামলা কালে তারা লিটন ও তার প্রতিবন্ধি বোন কুলসুমা সহ আমেনা,কে গুরুতর আহত করে। এ সময় তারা াড়ীর উঠানে রাখা অটোরিক্সাটি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে হামলাকারিরা পালিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষনিক চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহতদের স্থানিয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে। এ ঘটনা বিষয়ে স্থানিয় এলাকাবাসি জানায় সামান্য ছোট ছেলে মেয়েদের ঘটনা নিয়ে শিশুদের বাবা মায়ের উপর রাতের আধারে হামলা একটি বর্বরোচিত কাজ। এ ধরনের ন্যাক্কার জনক কাজকে সকলেই ধিক্কার জানায়।