নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ৫ অক্টোবর দেশব্যাপী পাঁচ বছরের কম বয়সী শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। রাজধানীর একটি ক্লাবে গতকাল সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্য বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) মো. আফজালুর রহমান বলেন, আগামী ৫ অক্টোবর সকাল ৮টা থেকে শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হবে। ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। যদি কোনো শিশুকে গত চার মাসের মধ্যে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে, তবে সেই শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল আর খাওয়ানো যাবে না বলে জানান তিনি।
ডা. আফজালুর রহমান জানান, ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে এক হাজার ৩০২টি নিয়মিত ও ১০২টি অতিরিক্ত কেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের ৪৯ হাজার ২৮৪টি ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ৩৪ লাখ ৯ হাজার ৯২৪টি ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ডা. আফজালুর রহমান আরো জানান, একটি শিশুও যেন ভিটামিন-এ খাওয়ানো থেকে বাদ না যায়, সে জন্য ক্যাম্পেইন-পরবর্তী চার দিন বাদ পড়া শিশুদের ভিটামিন এ খাওয়ানো হবে। সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রশাসক আকতার হোসেন ভূঁইয়া, বিভিন্ন জোনের স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।