মিজানুর রহমান রানা
উদয়ন শিশু বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিার্থীদের সংবর্ধনা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাই শিশুদের শিা নামক পরিচর্যা দিয়ে যে শিকরা প্রকৃত মানুষ করে গড়ে তোলেন তাদের অবদানও কম গুরুত্বপূর্ণ নয়। উদয়ন শিশু বিদ্যালয় শহরের প্রসিদ্ধ স্কুলগুলোর মধ্যে অন্যতম। এই স্কুলের ছাত্র-ছাত্রীরা পড়াশুনা, শিা, সংস্কৃতি ও ক্রীড়া েেত্র ভালো কিছু অর্জন করে সমাজে ব্যাপক অবদান রাখছে। আজকে যে ছাত্র-ছাত্রীরা তাদের যোগ্য মেধা বিকাশ তথা বৃত্তির জন্যে সংবর্ধিত হলো তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং আমার প থেকে আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যাতে করে তারা ভবিষ্যতে সমাজে ভালো অবদান রেখে বাংলাদেশের যোগ্য নাগরিক হয়ে দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, দেশকে ভালোবাসতে হবে। দেশপ্রেমে আমাদের উদ্বুদ্ধ হতে হবে। দেশপ্রেম যার মধ্যে আছে সে কখনো অন্যায় করতে পারে না। এ শিশুরা যদি খাঁটি দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠে, তবে দেশ এগিয়ে যাবে। আমাদের মাকে আমরা যতোটা ভালোবাসি, দেশকেও ততোটা ভালোবাসতে হবে।
গতকাল মঙ্গলবার চাঁদপুর প্রেসকাবে আয়োজিত উদয়ন শিশু বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিার্থীদের সংবর্ধনা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ এসব কথা বলেন। অনুষ্ঠানে চাঁদপুর প্রেসকাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন উপস্থাপনায় অুনষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্য মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ডা. মো. ইলিয়াস, বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মাসরুশাছাত ইনতি, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন লামিছা চৌধুরী। অনুষ্ঠানে শেষে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন শিকিা শিরিন বেগম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার মজিবুর রহমান, শংকর চন্দ্র দে, মোস্তফা মাল বন্দুকসী প্রমুখ।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।