প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার নবকলস গ্রামের প্রধানীয়া বাড়িতে হাসনা নামে নয় বছরের এক গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল ১০ আগস্ট সকালে ওই বাড়ির ওমর ফারুকের ঘরের জানালার গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৫/৬ মাস যাবৎ মতলব দক্ষিণ উপজেলার লেজাকান্দি এলাকার মৃত লোকমান হোসেনের মেয়ে নয় বছর বয়সী হাসনা ওই বাড়ির ওমর ফারুকের বাসায় ঝিয়ের কাজ করতো। ৯ আগস্ট ওমর ফারুক চাকুরির সুবাদে বান্দরবান চলে যান। তার স্ত্রী সোনিয়া লেজাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে চাকুরি করেন। গতকাল সকালে তিনি যথারীতি বিদ্যালয়ে চলে যান। এছাড়া ঘরের একটি কক্ষে টিভি ও ফ্যান চালানো অবস্থায় ছিলো। পাশের ঘরের জনৈক শিশু জানালার গ্রীলের সাথে হাসনার লাশ ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন দৌড়ে আসে। পরে পুলিশকে খবর দিলে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলে যান। তবে এ মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ বলছে হত্যা, আবার কেউ বলছে আত্মহত্যা। পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না।
থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিলো না। পোস্টমর্টেম রিপোর্ট আসলে ঘটনার সত্যতা জানা যাবে। তবে এ মেয়েটির বাবাও আত্মহত্যা করেছে বলে তিনি জানান। পরে হাসনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়।