মিজানুর রহমান রানা
শিশু মৃত্যুর ঘটনায় গতকাল বৃহস্পতিবার চাঁদপুর সদর হাসপাতালে ভাংচুর ও কর্মচারীদের মারধর করে ৪ জনকে আহত করা হয়েছে। এ ঘটনায় ডাক্তার-নার্সদের কর্মবিরতী পালনসহ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর নতুন বাজার গুণরাজদী এলাকার মজিব ভূঁইয়ার দুবছরের শিশুসন্তান সিয়াম পানিতে পড়ে যায়। তাকে দ্রুত চিকিৎসার জন্যে চাঁদপুর আড়াইশ’ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার আরএমও সিরাজুল ইসলাম পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। তার আত্মীয়-স্বজনরা সিয়ামের লাশ দাফনের জন্যে বাড়িতে নিয়ে যায়। এ সময় সিয়ামের মুখ দিয়ে লালা পড়তে দেখে সে জীবিত রয়েছে বলে তার আত্মীয়-স্বজনরা অনুমান করে চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ব্যাপক ভাংচুর করে ও কর্তব্যরত কর্মচারীদের মারধর করে আহত করে। আহতরা হলেন আজমত উল্যাহ (৫৯), মফিজ পাটওয়ারী (৪৫), সাদেক আলী (৩৮) ও সালামত উল্যাহ। এ ঘটনায় তাৎক্ষণিক চাঁদপুর মডেল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডাক্তার সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সিয়াম নামের এক পানিতে পড়া শিশুকে চিকিৎসার জন্যে চাঁদপুর আড়াইশ’ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হলে তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে তার আত্মীয়-স্বজনরা সিয়াম জীবিত বলে অনুমান করে ১০/১২ জন লোক নিয়ে এসে হাসপাতালে ভাংচুর ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করে। এ বিষয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও তাদের বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করে বিএমএ সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম।
পরে ওইদিন বেলা ১২টায় চাঁদপুর আড়াইশ’ শয্যার জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মালেক মিয়াজীর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে কর্মচারী ও নার্সদের এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সফিউল আলম। সাধারণ সম্পাদক আ. মালেক মিয়াজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কল্পনা দাস, খান মো. রিয়াজ, ফারুক আহমেদ, মো. ফারুকুল ইসলাম, আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মো. ফয়েজ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার, সদস্য আবুল হাসেম প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয় আজ শুক্রবারের মধ্যে ঘটনার সাথে জড়িতদের বিচার না হলে আগামীকাল শনিবার পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করা হবে।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।