প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানের ন্যায় চাঁদপুরেও বেড়েছে শীতের তীব্রতা। শীত কষ্টে দুর্ভোগ পোহাচ্ছেন দরিদ্র পরিবার এবং খেটে খাওয়া মানুষ। শীতার্ত মানুষগুলোর পাশে নেই কেউ। শীতার্ত মানুষগুলো চেয়ে আছে সমাজের বিত্তবানদের দিকে। গত কয়েকদিন যাবৎ চাঁদপুরে কনকনে শীত অনুভূত হচ্ছে। হিমেল হাওয়াও বইছে। দিনের অর্ধেক সময় থাকছে কুয়াশাচ্ছন্ন। সূর্যের দেখা মিলছে না। মাঝে মধ্যে সূর্য উঁকি দিলেও বেশিক্ষণ সূর্যের তাপ আলো ছড়ায় না। মেঘনা-ডাকাতিয়া ও ধনাগোদা জেলার এ তিন নদী সিকস্তি পরিবারগুলো শীতে দুর্ভোগ পোহাচ্ছে বেশি। শীত নিবারণের শীত বস্ত্রের অভাব তাদের। মেঘনা নদীর চর এলাকার দরিদ্র পরিবারের শীত কষ্ট বেশি। শিশুরা ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। বয়বৃদ্ধরা অনেকটাই শীতে কাবু। দিনে-রাতে গায়ে মোটা কাপড় জড়িয়েও শীত থেকে রক্ষা পাচ্ছেন না। আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন হাইমচর, চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলার চরাঞ্চলের মানুষ শীতে অসহায় হয়ে পড়েছে। সরকারি, বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ করা হয়নি। পৌষ মাস না আসতেই এবার শীতের যে তীব্রতা দেখা যাচ্ছে অসহায় মানুষের পাশে কেউ ছুটে আসছে না। রাতের বেলায় ঢাকা থাকে ঘন কুয়াশায়। কুয়াশার কারণে নৌ চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। শীতার্ত মানুষের পাশে বর্ণাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার পাশাপাশি সরকারি উদ্যোগে প্রয়োজন শীতবস্ত্র প্রেরণ। এখন পর্যন্ত কাউকে শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসতে দেখা যায়নি।
শিরোনাম:
বুধবার , ১৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।