প্রতিনিধি
চাঁদপুরে হঠাৎ ঘনকুয়াশার সাথে মৃদু বাতাস বয়ে যাচ্ছে। বাতাস ও কুয়াশার কারণে শীতের প্রকোপ বেড়েছে। মঙ্গলবার সকাল থেকে বেলা ১১ টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
শীতের প্রকোপ বাড়ায় জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে এসেছে। শিশু ও বৃদ্ধদের কষ্ট বেড়েছে। চলতি মাসের শেষ দিকে দুইটা শৈত্য প্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সে সময় তাপমাত্রা অনেক নেমে আসতে পারে।
আবহাওয়া অফিসের সূত্র জানান, চলতি মাসের শেষ দিকে ২টি শৈত্য প্রবাহ হতে পারে। সে সময় তাপমাত্রা নেমে আসতে পারে।